Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আগুন লেগে দুই শিশুর মৃত্যু

খড়ের বাড়িতে আগুন লেগে পুড়ে মর্মান্তিক মৃত্যু হল দুই শিশু কন্যার। শনিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার মাগুরিয়া গ্রামে।

মৃত দুই শিশু কন্যার নাম সুদীপা সামন্ত (৫) যশোদা সামন্ত(৩)। জানা গিয়ে…




 খড়ের বাড়িতে আগুন লেগে পুড়ে মর্মান্তিক মৃত্যু হল দুই শিশু কন্যার। শনিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার মাগুরিয়া গ্রামে।

মৃত দুই শিশু কন্যার নাম সুদীপা সামন্ত (৫) যশোদা সামন্ত(৩)। জানা গিয়েছে স্থানীয় বাসিন্দা, পেশায় দিনমজুর তরুণ সামন্ত ও তার স্ত্রী কন্যা সন্তানদের নিয়ে খড়ের বাড়ির মধ্যে ঘুম পাড়িয়ে বাইরে বেরিয়ে ছিলেন। স্বামী-স্ত্রী দুজনে বাইরে থাকার সময় ভেতরে কেরোসিনের লম্ফ জ্বালানো ছিল। কোনভাবে সেই লম্ফ উল্টে গিয়ে ভেতরে খড়ের চালাতে আগুন লেগে যায়। মুহূর্তে মধ্যে দাউ দাউ করে পুরো বাড়ির চালাতে আগুন ধরে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা দেখতে পান। স্থানীয় বাসিন্দারা দ্রুত আগুন নিভিয়ে শিশু দুটি কে উদ্ধার করলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়েছে।
ঘটনায় এলাকায় শোকের ছায়া। খবর পেয়ে সেখানে হাজির হয় দাসপুর থানার পুলিশ।