ভ্যালেন্টাইন্স ডে পালনের সাথে সাথে পুলওয়ামায় শহীদ জওয়ান দের শ্রদ্ধাঞ্জলি জানালো তাম্রলিপ্ত বই মেলা কমিটি।
জমে উঠেছে পাঁচদিনের তাম্রলিপ্ত বইমেলা। ১২ ই ফেব্রুয়ারি শুরু হয়েছে তাম্রলিপ্ত বইমেলা। তমলুকের রাখাল মেমোরিয়াল ফুটবল ম…
ভ্যালেন্টাইন্স ডে পালনের সাথে সাথে পুলওয়ামায় শহীদ জওয়ান দের শ্রদ্ধাঞ্জলি জানালো তাম্রলিপ্ত বই মেলা কমিটি।
জমে উঠেছে পাঁচদিনের তাম্রলিপ্ত বইমেলা। ১২ ই ফেব্রুয়ারি শুরু হয়েছে তাম্রলিপ্ত বইমেলা। তমলুকের রাখাল মেমোরিয়াল ফুটবল ময়দানে তাম্রলিপ্ত বই মেলায় প্রত্যেকদিন বইপ্রেমী মানুষের ভিড় বাড়ছে। শুক্রবার ছিল বইমেলার তৃতীয় দিন। ১৪ই ফেব্রুয়ারি একদিকে যেমন ভ্যালেন্টাইন্স ডে পালন করা হয়, পাশাপাশি গত এক বছর আগে ১৪ ই ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় ৪০ জন জওয়ান শহীদ হয়েছিল। তাম্রলিপ্ত বই মেলা কমিটি মোমবাতি জ্বালিয়ে শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানান। বইমেলায় আসা বইপ্রেমীরাও শহীদ জওয়ান দের শহীদ বেদিতে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান। বিশেষ দিনটিকে স্মরণ করার জন্য তাম্রলিপ্ত বইমেলায় আসা বইপ্রেমী পাঠকেরা ধন্যবাদ জানিয়েছেন তাম্রলিপ্ত বইমেলা কমিটিকে। একদিকে যেমন ভ্যালেন্টাইন্স ডে অন্যদিকে পুলওয়ামায় শহীদ জওয়ানদের শ্রদ্ধা নিবেদন, সব মিলিয়ে তমলুকে তাম্রলিপ্ত বইমেলা জমে উঠেছে এমন টাই বলা যায়।