Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুক পুর এলাকায় একগুচ্ছ উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও শিল্যানাস করলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী

বৃহস্পতিবার  পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে রাজ্যের  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় " তাম্রলিপ্ত পৌরসভার অন্তর্গত নিমতলা থেকে মানিকতলা পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার পথবাতি, বৈদ্যুতিক  চুল্লি সহ একাধিক উন্নয়…




 বৃহস্পতিবার  পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে রাজ্যের  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় " তাম্রলিপ্ত পৌরসভার অন্তর্গত নিমতলা থেকে মানিকতলা পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার পথবাতি, বৈদ্যুতিক  চুল্লি সহ একাধিক উন্নয়নমূলক কাজের উদ্বোধন  এবং ১৯ টি ঢালাই রাস্তার শিল্যানাস করেন রাজ্যের পরিবহন, সেচ ও জল সম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী। আনুষ্ঠানিক উদ্বোধন এবং শিলান্যাস অনুষ্ঠানটি হয় তমলুক হাসপাতালমোড়ে। , তমলুক নিমতলা থেকে মানিকতলা পর্যন্ত L.E.D পথবাতি দ্বারা আলোকিকরণের শুভ উদ্বোধন , তমলুক বৈদ্যুতিক চুল্লি ( বৈতরণী ) , পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের আর্থিক সহায়তায় S.B.S.T.C বাস ডিপো কাম টার্মিনাস " এর আনুষ্ঠানিক ঘোষনা করেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান , নন্দীগ্রাম বিধানসভার বিধায়ক তথা রাজ্যের পরিবহন, সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে  উপস্থিত ছিলেন তমলুক লোকসভার সাংসদ দিব্যেন্দু অধিকারী , পূর্বমেদিনীপুর জেলা সভাধিপতি দেবব্রত দাস , পূর্বমেদিনীপুর জেলা পুলিশ সুপার I.P.S ইন্দিরা মুর্খাজী। হলদিয়া উন্নয়ন পর্ষদের  সিইও পরিক্ক হরিসংকর, তমলুক পুরসভার  চেয়ারম্যান  রবীন্দ্রনাথ সেন  সহ অন্যান্যরা। রেল থেকে রাস্তা, পথবাতি থেকে মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয় জেলাবাসীর আশাপূরন করেছে বর্তমান  সরকার। মা মাটি মানুষের সরকার  ক্ষমতায় আসার পর জেলাজুড়ে একের পর এক উন্নয় হয়েছে আগামীদিনেও একইভাবে করা হবে বলে জানান মন্ত্রী  শুভেন্দু অধিকারী।।