Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দরকার হলে মহিলারা হাতে অস্ত্র তুলে নেবে: লকেট চট্টোপাধ্যায়

সবাইকে বলছি আগামী দিন প্রতিবাদের জন্য মেয়েরা আগে রাস্তায় নামবে। দরকার হলে মহিলারা হাতে অস্ত্র তুলে নেবে এমনটাই বললেন সংসদ লকেট চট্টোপাধ্যায়।

হলদিয়ার ঝিকুরখালি এলাকায় মা ও মেয়েকে নিশংসভাবে জ্যান্ত পুড়িয়ে মারার অপরাধে শেখ …


সবাইকে বলছি আগামী দিন প্রতিবাদের জন্য মেয়েরা আগে রাস্তায় নামবে। দরকার হলে মহিলারা হাতে অস্ত্র তুলে নেবে এমনটাই বললেন সংসদ লকেট চট্টোপাধ্যায়।

হলদিয়ার ঝিকুরখালি এলাকায় মা ও মেয়েকে নিশংসভাবে জ্যান্ত পুড়িয়ে মারার অপরাধে শেখ সাদ্দাম ও শেখ নিজাম উদ্দিন এর ফাঁসির দাবিতে এসপি অফিস ঘেরাও অভিযান বিজেপির।
শুক্রবার শুক্রবার তমলুকের পদুম্বসান এলাকা থেকে মিছিল করে এসপি অফিস ঘেরাও করে বিজেপির কর্মী-সমর্থকেরা। মিছিলের নেতৃত্ব দেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী সাংসদ লকেট চ্যাটার্জি। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা শশী অগ্নিহোত্রী, দেবজানি সেনগুপ্ত সহ বেশ কয়েকজন মহিলা রাজ্য নেতৃত্ব।
এদিন জেলা পুলিশ সুপার ইন্দিরা মুখার্জি না থাকার কারণে অতিরিক্ত জেলা পুলিশ সুপার এম. এম. হাসান কে স্মারকলিপি দেন বিজেপির মহিলা মোর্চার নেতৃবৃন্দ।

উল্লেখ্য গত 18 ফেব্রুয়ারী হলদিয়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ড ঝিকুরখালি এলাকায় মা ও মেয়েকে জ্যান্ত পুড়িয়ে মারে। পরে জেলা পুলিশ শেখ সাদ্দাম ও নিজামউদ্দিন নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। দুই ব্যক্তি এখন 14 দিনের পুলিশি হেফাজতে রয়েছে। পরে আরো একজন শুকদেব দাস নামে ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।