Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দীঘাতে আর ওয়াই এফ -এর ১৪তম রাজ্য সম্মেলন শুরু

গ্রামীন কর্মসংস্থান বৃদ্ধি, সকল সরকারি শূন্যপদে স্থায়ী কর্মী নিয়োগ, সকল যুবককে ন্যূনতম মাসিক ২১ হাজার টাকা রোজগার নিশ্চিত, মাসিক ন্যূনতম ৬ হাজার টাকা, ভারতে বসবাসকারী সকল ভারতীয়কে নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার দাবিতে ২৯ ফেব্রুয়ারী কম…


গ্রামীন কর্মসংস্থান বৃদ্ধি, সকল সরকারি শূন্যপদে স্থায়ী কর্মী নিয়োগ, সকল যুবককে ন্যূনতম মাসিক ২১ হাজার টাকা রোজগার নিশ্চিত, মাসিক ন্যূনতম ৬ হাজার টাকা, ভারতে বসবাসকারী সকল ভারতীয়কে নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার দাবিতে ২৯ ফেব্রুয়ারী কমরেড ক্ষিতি গোস্বামী নগর, দীঘাতে আর ওয়াই এফ -এর ১৪তম রাজ্য সম্মেলন শুরু হয়েছে। চলবে ১ মার্চ পর্যন্ত। এই সম্মেলনের উদ্বোধন করেন আর এস পি রাজ্য সম্পাদক কমরেড বিশ্বনাথ চৌধুরী, রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড সুভাষ নস্কর, কমরেড অমৃত মাইতি, আর ওয়াই এফ-এর রাজ্য সভাপতি কমরেড অঞ্জনাভ দত্ত, সম্পাদক কমরেড রাজীব ব্যানার্জী, ইউ টি ইউ সি-র রাজ্য সম্পাদক কমরেড তাপস দাস চৌধুরী ও অন্যান্য নেতৃত্ববৃন্দ।