বিকল্প বিচার ব্যবস্থা সম্বন্ধে প্রচার করতে তাম্রলিপ্ত বইমেলায় একটি স্টল দিয়েছিল পূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ।
রবিবার বইমেলার শেষ দিনে আইনি পরিষেবা নিয়ে বক্তব্য রাখেন জেলা আইনি পরিষেবা কেন্দ্রের সম্পাদক বিচারক …
বিকল্প বিচার ব্যবস্থা সম্বন্ধে প্রচার করতে তাম্রলিপ্ত বইমেলায় একটি স্টল দিয়েছিল পূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ।
রবিবার বইমেলার শেষ দিনে আইনি পরিষেবা নিয়ে বক্তব্য রাখেন জেলা আইনি পরিষেবা কেন্দ্রের সম্পাদক বিচারক সুমন ঘোষ। বিনা ব্যয়ে বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে মহামান্য কলকাতা হাইকোর্টের মেডিয়েশন এন্ড কন্সিলিয়েশন কমিটির নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ আয়োজন করেছে মধ্যস্থতা পক্ষ।
বিচারক সুমন ঘোষ বলেন আদালতের বাইরে একটা অন্য পরিবেশে যেখানে হয়তো অনেক মানুষ একটু ভরসা পাবে কেননা কেউ কেউ আদালতে একটু ভয় লাগতে পারে বা অসুবিধা হতে পারে তাই সম্পূর্ণ আলাদা পরিবেশে মধ্যস্থতাকারী দুই পক্ষকে নিয়ে বসেন এবং সমাধান সূত্র পেলে উনি আদালতকে পাঠিয়ে দেন এবং আদালত সেটাকে নিষ্পত্তি করে।
তমলুকের রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে পাঁচ দিন ধরে চলা তাম্রলিপ্ত বইমেলার আইনি পরিষেবা স্টলে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিল বেশ কিছু আইন সম্বন্ধে জানার জন্য। স্টলে উপস্থিত বিচারক সুমন ঘোষ তাদের সঙ্গে প্রকাশ্যে কথা বলেন। বেশ কিছু সমাধান সূত্রের কথাও তিনি বলেন।
একদিকে বই মেলায় বইপ্রেমীদের ভিড় অন্যদিকে আইন সম্বন্ধে জানার জন্য আইনি পরিষেবা কেন্দ্র স্টলে ভিড় জমিয়েছিল বহু মানুষ। সবমিলিয়ে দ্বিতীয় বর্ষের তাম্রলিপ্ত বইমেলা সাফল্যের সঙ্গে শেষ হলো।