Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মরণোত্তর চক্ষুদান " করে 'নয়নমণি 'র প্রচেষ্টাকে সহযোগিতা করলেন তমলুকের ( পূর্ব মেদিনীপুর) গুড়িয়া পরিবার

"মরণোত্তর চক্ষুদান " করে 'নয়নমণি 'র প্রচেষ্টাকে সহযোগিতা করলেন তমলুকের ( পূর্ব মেদিনীপুর) গুড়িয়া পরিবার। সেই সঙ্গে মরণোত্তর দেহ " দানের অঙ্গীকার করেন  -রামতারক এর প্রসাদ চন্দ্র জানা ।

পরিবার সূত্রের খবর,  …



"মরণোত্তর চক্ষুদান " করে 'নয়নমণি 'র প্রচেষ্টাকে সহযোগিতা করলেন তমলুকের ( পূর্ব মেদিনীপুর) গুড়িয়া পরিবার। সেই সঙ্গে মরণোত্তর দেহ " দানের অঙ্গীকার করেন  -রামতারক এর প্রসাদ চন্দ্র জানা ।

পরিবার সূত্রের খবর,  বাহির আগাড় -রামতারক এর প্রসাদ চন্দ্র জানা মহাশয়" মরণোত্তর দেহ " দানের অঙ্গীকার করবেন মনস্থির করে তাঁর বাড়িতে ডাকেন, সেই মতো পরিবারের সদস্যদের সম্মতিতে প্রসাদ বাবুর  মরণোত্তর দেহ দানের অঙ্গীকারপত্রে সই করান
 প্রশান্ত সামন্ত বাবু।
প্রশান্ত বাবুর কথায়,'  দুপুরে আমার প্রতিবেশী এক দাদা অচিন্ত্য রায় ফোন করে জানালেন তার মেসোমশাই বিজন কুমার গুড়িয়া বয়স ৫১(রত্নালী, রাধাবল্লভ পুর, তমলুক, পূর্ব মেদিনীপুর ) কিডনি জনিত অসুখে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং তিনি উক্ত পরিবারের সদস্যদের মরণোত্তর চক্ষুদান এর গুরুত্ব  বুঝিয়ে রাজি করিয়েছেন। তৎক্ষনাৎ বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতন  ,আই ব্যাঙ্ক এর টিম ও আমার সহযোগী অশোক পাইক ও সৌমেন গায়েন দাদাদের নিয়ে বিজন বাবুর বাড়িতে পৌছই । কর্নিয়া দুটি সংগ্রহ করা হয়। বিজন বাবুর আত্মার শান্তি কামনা করি ও পরিবারের সদস্যদের সমবেদনা,কৃতজ্ঞতা  জানাই ।
তিনি জানান, অচিন্ত্য রায় বাবুর মত আমার সকল FB বন্ধুদের কাছে সহযোগিতা কামনা করছি।অচিন্ত্য দাদাকে ও কৃতজ্ঞতা জানাই ।