তমলুক , কাজল মাইতি, দেশ মানুষ: উত্তুরে হাওয়ার শিরশিরানি জানান দিচ্ছে উৎসবের মরসুম হাজির। আর উৎসব মানেই বাঙালির অন্যতম প্রিয় গন্তব্য দিঘা। বড়দিন এবং নতুন বছরের শুরুতে সৈকত শহরে উপচে পড়া ভিড় সামলাতে এখন থেকেই কোমর বাঁধছে পূর্ব মেদি…
তমলুক , কাজল মাইতি, দেশ মানুষ: উত্তুরে হাওয়ার শিরশিরানি জানান দিচ্ছে উৎসবের মরসুম হাজির। আর উৎসব মানেই বাঙালির অন্যতম প্রিয় গন্তব্য দিঘা। বড়দিন এবং নতুন বছরের শুরুতে সৈকত শহরে উপচে পড়া ভিড় সামলাতে এখন থেকেই কোমর বাঁধছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যানজট এড়াতে একগুচ্ছ বিধিনিষেধ জারি করা হয়েছে প্রশাসনের তরফে।
সোমবার তমলুকের নিমতৌড়িতে পুলিশ লাইনের কনফারেন্স রুমে একটি সাংবাদিক বৈঠক করেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে এবং অতিরিক্ত পুলিশ সুপার (কাঁথি) অতীশ বিশ্বাস। সেখানেই উৎসবের দিনগুলিতে দিঘার ট্রাফিক ও নিরাপত্তা সংক্রান্ত রূপরেখা স্পষ্ট করা হয়।
উৎসবের মরসুমে দিঘার রাস্তায় গাড়ির লম্বা লাইন নতুন কিছু নয়। এবার সেই চেনা ছবি বদলাতে বিশেষ পরিকল্পনা নিয়েছে প্রশাসন।
আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর এবং ৩১ ডিসেম্বর ও ১লা জানুয়ারি —এই চার দিন দিঘার মূল প্রবেশদ্বার দিয়ে কোনো টোটো চলাচল করতে পারবে না।
পর্যটকবাহী গাড়ি এবং রুটের বাসগুলিকে মূল শহরের ঘিঞ্জি রাস্তা এড়িয়ে বাইপাস দিয়ে যাতায়াত করতে হবে।
যত্রতত্র গাড়ি রাখা বন্ধ করতে দিঘায় মোট সাতটি পার্কিং জোন চিহ্নিত করা হয়েছে। পর্যটকদের নির্দিষ্ট ওই পয়েন্টেই গাড়ি রাখতে হবে।
নজরদারিতে পুলিশ বাহিনী
ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, "বড়দিন ও বর্ষবরণে দিঘায় কয়েক গুণ বেশি মানুষের সমাগম হয়। পর্যটকদের সুরক্ষা ও ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে আমরা বিশেষ পদক্ষেপ নিয়েছি। সমস্ত পুলিশ আধিকারিককে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।"
বাড়তি আকর্ষণ জগন্নাথ ধাম
এতদিন দিঘার আকর্ষণ ছিল সমুদ্র আর ঝাউবন। কিন্তু এবার সেই তালিকায় যুক্ত হয়েছে নবনির্মিত জগন্নাথ ধাম। প্রশাসনের অনুমান, সমুদ্র স্নান ও পিকনিকের পাশাপাশি জগন্নাথ মন্দির দর্শনের জন্যও এবার কাতারে কাতারে মানুষ দিঘায় ভিড় জমাবেন। সেই ভিড় সামলানোই এখন জেলা পুলিশের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ।
অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাসের কথায়, "মানুষ যাতে নির্বিঘ্নে আনন্দ করতে পারেন, সে দিকে আমাদের কড়া নজর থাকবে। কোনো রকম অশান্তি বরদাস্ত করা হবে না।"