Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অবশেষে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ পেলো বিমল মণ্ডলের কাব্যগ্রন্থ 'বিশ্বাসের চুপকথা '

কলকাতা আন্তর্জাতিক  বইমেলায়  শেষ দিন অর্থাৎ  ৯ই ফেব্রুয়ারি  রবিবার "সুভাষ মুখোপাধ্যায় মুক্ত মঞ্চে " বাতায়ন  প্রকাশনা  সংস্থা থেকে প্রকাশিত  হলো কবি বিমল মণ্ডলের ৫ম কাব্যগ্রন্থ  ' বিশ্বাসের চুপকথা"
প্রকাশ অনুষ্…



কলকাতা আন্তর্জাতিক  বইমেলায়  শেষ দিন অর্থাৎ  ৯ই ফেব্রুয়ারি  রবিবার "সুভাষ মুখোপাধ্যায় মুক্ত মঞ্চে " বাতায়ন  প্রকাশনা  সংস্থা থেকে প্রকাশিত  হলো কবি বিমল মণ্ডলের ৫ম কাব্যগ্রন্থ  ' বিশ্বাসের চুপকথা"
প্রকাশ অনুষ্ঠানে  হাজির ছিলেন  বিশিষ্ট  সাংবাদিক ও সাহিত্যিক সঞ্জয়  মুখোপাধ্যায়,বিশিষ্ট কবি ও সাহিত্যিক  পৃথ্বিরাজ সেন,বিশিষ্ট  কবি সুমিত্র দত্ত  রায় , এবং  বিশিষ্ট  কবি  দেবপ্রসাদ  জানা  প্রমুখ । এছাড়া একই মঞ্চে বিশিষ্ট  মহিলা  কবি সুজাতা কয়ালের "কথা ছিলো "।
বাতায়ন  পরিবারের পক্ষ  থেকে  এই দুই কবিকে স্মারক   দিয়ে বিশেষ  ভাবে  বরণ করেন। তবে বই প্রকাশের অনুষ্ঠানটি ছিলো  নানান ছন্দ ও বর্ণময়।

এই দুই কবির  এই দুটি  কাব্যগ্রন্থ  ৭ই ফেব্রুয়ারি  ২০২০, শুক্রবার  কলকাতার  কৃষ্ণপদ মেমোরিয়াল  হলে  শুভ উদ্বোধন হয়  আবৃত্তি  ও কবিতা পাঠের মধ্য দিয়ে।
আর আনুষ্ঠানিক  ভাবে বই মেলায়  এই দুটো  কাব্যগ্রন্থ  প্রকাশ  পেলো।