Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শুরু হতে চলেছে তাম্রলিপ্ত বই মেলা ২০২০

শুরু হতে চলেছে ২য় বর্ষ তাম্রলিপ্ত বই মেলা। আগামী ১২ ফেব্রুয়ারি তমলুক রাখল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে। আয়োজন করেছে তাম্রলিপ্ত বই মেলা কমিটি।
তাম্রলিপ্ত বই মেলা কমিটি ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ব্যবস্থাপনায় শুরু হবে তাম্রল…


শুরু হতে চলেছে ২য় বর্ষ তাম্রলিপ্ত বই মেলা। আগামী ১২ ফেব্রুয়ারি তমলুক রাখল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে। আয়োজন করেছে তাম্রলিপ্ত বই মেলা কমিটি।
তাম্রলিপ্ত বই মেলা কমিটি ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ব্যবস্থাপনায় শুরু হবে তাম্রলিপ্ত বইমেলা ২০২০।
 বিভিন্ন সাংস্কৃতিক ও প্রতিযোগিতা ছাড়াও থাকবে মাতৃ ও শিশু মহলের অনুষ্ঠান ও প্রতিযোগিতা। এছাড়াও থাকবে এক বিশেষ অনুষ্ঠান কবি সম্মেলন ।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে সমাজ সচেতনতা করতে বিশেষ শোভাযাত্রা হবে যার মূল থিম
'হবে চলো যাই বই পড়ি' 'জল অপচয় রোধ করি' 'প্লাস্টিক মুক্ত সমাজ গড়ি'।অনুষ্ঠান উদ্বোধন করবেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ দিব্যেন্দু অধিকারি। মেলা চলবে পাঁচ দিন।১২ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।