শুরু হ লো তাম্রলিপি বই মেলা২০২০। গত বুধবার ১২ ফেব্রুয়ারি তমলুক রাখল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে ।চলবে ১৬ ই ফেব্রুয়ারি পর্যন্ত। তাম্রলিপ্ত বইমেলা কমিটি।
ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ব্যবস্থাপনায় শুরু হয়েছে তাম্রলিপ্ত বইমেলা ২০…
শুরু হ লো তাম্রলিপি বই মেলা২০২০। গত বুধবার ১২ ফেব্রুয়ারি তমলুক রাখল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে ।চলবে ১৬ ই ফেব্রুয়ারি পর্যন্ত। তাম্রলিপ্ত বইমেলা কমিটি।
ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ব্যবস্থাপনায় শুরু হয়েছে তাম্রলিপ্ত বইমেলা ২০২০। বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ছাড়াও থাকবি মাতৃ ও শিশু মহলের নানা অনুষ্ঠান ও প্রতিযোগিতা। এছাড়াও থাকবে এক বিশেষ অনুষ্ঠান কবি সম্মেলন ।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে সমাজ সচেতনত করতে বিশেষ শোভাযাত্রার মাধ্যমে তুলে ধরা হয়েছে বিশেষ কিছু ট্যাব লো । যার মূল থিম ছিল 'চলো যাই বই পড়ি' 'জল অপচয় রোধ করি' 'প্লাস্টিক মুক্ত সমাজ গড়ি'।
ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ব্যবস্থাপনায় শুরু হয়েছে তাম্রলিপ্ত বইমেলা ২০২০। বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ছাড়াও থাকবি মাতৃ ও শিশু মহলের নানা অনুষ্ঠান ও প্রতিযোগিতা। এছাড়াও থাকবে এক বিশেষ অনুষ্ঠান কবি সম্মেলন ।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে সমাজ সচেতনত করতে বিশেষ শোভাযাত্রার মাধ্যমে তুলে ধরা হয়েছে বিশেষ কিছু ট্যাব লো । যার মূল থিম ছিল 'চলো যাই বই পড়ি' 'জল অপচয় রোধ করি' 'প্লাস্টিক মুক্ত সমাজ গড়ি'।
অনুষ্ঠান উদ্বোধন করেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংসদদিব্যেন্দু অধিকারি। এ ছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পদ্রশ্রী বিমান বিহারী দাস, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাপতি শ্রী দেবব্রত দাস, পূর্ব মেদিনীপুরের জেলা শাসক শ্রী পার্থ ঘোষ, পূর্ব মেদিনীপুরের আরক্ষধিক্ষক শ্রীমতি ইন্দিরা মুখার্জি, সাহিত্যিক নলিনী বেরা, ইতিহাসবিদ প্রদ্যুৎ কুমার মাইতি প্রমুখরা। বেদ মন্ত্র ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হয় বই মেলা অনুষ্ঠানে উদ্বোধন। স্মরণিকা প্রকাশ ও বিভিন্ন বই পত্র পত্রিকার আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়।
'ই বুক' এর উপর জোর দিয়ে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, " পৃথিবী বাঁচাতে গাছপালার কাটার উপর রেস্ট্রিকশন এলে কাগজ তৈরিতে অসুবিধা হবে। মানুষ সিন্থেটক কাগজ তৈরি করেছে, তবে সেটা এখনো সেভাবে ব্যবহার যোগ্য নয়। ই বুকের সুবিধা হলো একটা ছোটো ট্যাবলেটের মধ্যে ১০০-২০০-৩০০ গল্প, উপন্যাস থাকে তাতে সুবিধা বেশি। বহন যোগ্য। ভবিষ্যতে এ বুকের প্রাধান্য বাড়বে।"