দীর্ঘ টালবাহানার পর শুরু হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রো। বৃহস্পিবার ১৩ ই ফেব্রুয়ারি আনুষ্ঠানিক ভাবে চালু হতে চলেছে মেট্রো। প্রাথমিক ভাবে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে যুবভারতী স্টেডিয়াম পর্যন্ত চলবে । প্রথম পর্যায়ে করুনাময়ী সহ ছয় টি স…
দীর্ঘ টালবাহানার পর শুরু হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রো। বৃহস্পিবার ১৩ ই ফেব্রুয়ারি আনুষ্ঠানিক ভাবে চালু হতে চলেছে মেট্রো। প্রাথমিক ভাবে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে যুবভারতী স্টেডিয়াম পর্যন্ত চলবে । প্রথম পর্যায়ে করুনাময়ী সহ ছয় টি স্টেশন এ দাঁড়াবে মেট্রো।কয়েক মাসের মধ্যে ফুলবাগান পর্যন্ত চালু হবে।
উদ্বোধন করবেন, কেন্দ্রীয় রেল মন্ত্রী পীযূষ কোয়েল। এছাড়াও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, রাজ্যের মন্ত্রী সুজিত বসু বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং বিধাননগরের মেয়র কৃষ্ণা বসু।
সূত্রের খবর, বৃহস্পতিবার এই মেট্রো চালু হলেও, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমন্ত্রিত নয়। অথচ এই ইস্ট ওয়েস্ট মেট্রো ছিল মমতার স্বপ্নের প্রকল্প। প্রকল্পের জমি নিয়ে যে জটিলতা ছিল তার সমাধান করে ছিল রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতর।