জেলা শিশু সুরক্ষা ইউনিট,জেলা সমাজ কল্যাণ দপ্তর, জেলা প্রশাসকের কার্যালয় তমলুক পূর্ব মেদিনীপুরের আয়োজক ও তাম্রলিপ্ত পৌরসভার সহযোগিতায় তমলুক মহকুমার অন্তর্গত পুরোহিত কাজী এবং ম্যারেজ রেজিস্ট্রার দিয়ে নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠি…
জেলা শিশু সুরক্ষা ইউনিট,জেলা সমাজ কল্যাণ দপ্তর, জেলা প্রশাসকের কার্যালয় তমলুক পূর্ব মেদিনীপুরের আয়োজক ও তাম্রলিপ্ত পৌরসভার সহযোগিতায় তমলুক মহকুমার অন্তর্গত পুরোহিত কাজী এবং ম্যারেজ রেজিস্ট্রার দিয়ে নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। বাল্যবিবাহ তার কুফল অন্যান্য শিশু সুরক্ষা আইনের উপর একদিনের সচেতনতা মূলক কর্মশালা আজ ১৩/০২/২০২০ তারিখে তাম্রলিপ্ত মিউনিসিপালিটি মহেন্দ্র স্মৃতি সদন হলে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় তমলুক ব্লক এর প্রায় আড়াইশো জন পুরোহিত কাজী ও ম্যারেজ রেজিস্ট্রার রেজিস্ট্রার এবং 7টি থানার পুলিশ আধিকারিক বৃন্দ অংশগ্রহণ করেন । প্রধান অতিথি হিসেবেউপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সুদীপ্ত সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা অথরিটির সেক্রেটারি সুমন ঘোষ, তাম্রলিপ্ত পৌরসভার ভাইস চেয়ারপারসন শ্রী দীপেন্দ্র নারায়ণ রায় জেলা সমাজ কল্যাণ আধিকারিক, পূর্ণেন্দু পৌরাণিক, জেলা শিশু কল্যাণ কমিটির চেয়ারপারসন ডক্টর দিলীপ কুমার দাস, জুভেনাইল জাস্টিস বোর্ডের সদস্য সেই প্রাণ কৃষ্ণ দাস ও সর্বানি কর, তমলুক মহাকুমার পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাস, জেলা শিশু সুরক্ষা আধিকারিক শ্রীমতি সারোদা গিরি, উক্ত কর্মশালায় ধর্মমত নির্বিশেষে মেয়েদের ১৮ বছর এবং ছেলেদের ২১ বছরের আগে কোনমতে বিয়ে নয় এই বার্তা দেয়া হয়।