কবিতার নাম - অবহেলা
গৌর গোপাল সরকার
নেশাখোর কবিটা পড়ে আছে টেবিলের এক কোণে টেবিটা সারা দুপুর জুড়ে পড়ে আছে উঠোনের এক কোণে
শিশু অনাথের মতো
সেখানেকেউ আর আসে না -----
এমনি লোভী প্রতারক বা প্রতারক।
.....................
কবিতা নং-২
…
কবিতার নাম - অবহেলা
গৌর গোপাল সরকার
নেশাখোর কবিটা পড়ে আছে টেবিলের এক কোণে টেবিটা সারা দুপুর জুড়ে পড়ে আছে উঠোনের এক কোণে
শিশু অনাথের মতো
সেখানেকেউ আর আসে না -----
এমনি লোভী প্রতারক বা প্রতারক।
.....................
কবিতা নং-২
কবিতার নামঃ বিরহ
সব বিরহগুলো তার কিনে নিতে চাই
ভালোবাসার ভিখা উপহার দেব বলে
সব বিরহ ঘোচে কি তাতে?
একদিকে ভালোবাসা,একদিকে গৃনা
দুটি হৃদয়ের মধ্যে / আমি গৃনার হাত ধরি
সব ভুলে গিয়ে
একবার ভেবে মরি
তার বসার আসন করে দেব বলে তাতে
কি ভালোবাসা আসে?
........
কবিতা নং-৩
কবিতার নামঃ স্মৃতি পুরস্কার
মহাজন আছেন দেশে দেশে
চণ্ডী দাস,বিদ্যাপতি কালিদাস, রবীন্দ্রনাথ, নজরুল
মহাজন আছেন দেশে দেশে
সুদের তাগিদে মহাজন
এরা ঢুকে পড়েন পশুচারণ বেশে/ কেউ অধ্যাপক, কেউ সমপাদক, কেউ সাংবাদিক, কেউ কবিয়াল
কেউ সাম্যবাদী বেশে, কেউ সম্পাদক বেশে
স্মৃতি পুরস্কার বেচে
দাম বেশি নয়
৩০ হাজার
কবিতা দাও
টাকা দাও
পুরস্কার নাও
দেওয়ালে পেরেক ঠুকে
হৃদয়ে প্রেম বুকে
টাকার থলি হাতে
জীবনেরহিসাবে করি
ঘটছে বিপরীত দিকে
হৃদয়ে পেরেক পুঁতে
প্রেমের মৃত্যু গেঁথে
বার বার ঘটছে
বধূ বেশে।
কি হবে নীল আকাশের স্মৃতি
পেট সত্য, বড় দায়
বেচে বেচে বেশ খায়
চৈতন্য দেব টিকি পাকড়ে দিলো টান
আমি যে খান খান।
ভেবো না,ভেবো না,
কালোজামা পড়ে নেবো
অন্য মহাজন সেজে।
...................
কবিতা নং ৪
কবিতার নামঃ ভেজাল
বেবিফুড আছেন দেশে দেশে
আগুন লেগেছে
কেশে কেশে
হৃদয়ে বিগলিত হাসি
ফোটানোর গল্প করতে আসি