Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

"সংবিধান বাঁচাও নাগরিকত্ব বাঁচাও"প্রচার অভিযান উপলক্ষে গণঅবস্থান সমাবেশ তমলুক শহরের হাসপাতাল মোড়ে

NO CAA, NO NRC, NO NPR
"সংবিধান বাঁচাও নাগরিকত্ব বাঁচাও"প্রচার অভিযান উপলক্ষে গণঅবস্থান সমাবেশ তমলুক শহরের হাসপাতাল মোড়ে।।




 এনআরসি বিরোধী কুড়িটি দল মিলে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া পূর্ব মেদিনীপুর জেলা শাখার ডাকে …


NO CAA, NO NRC, NO NPR
"সংবিধান বাঁচাও নাগরিকত্ব বাঁচাও"প্রচার অভিযান উপলক্ষে গণঅবস্থান সমাবেশ তমলুক শহরের হাসপাতাল মোড়ে।।




 এনআরসি বিরোধী কুড়িটি দল মিলে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া পূর্ব মেদিনীপুর জেলা শাখার ডাকে সোমবার সারাদিন গণঅবস্থান সমাবেশ এবং জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হয়। সমাবেশের মূল বক্তা ছিলেন সিপিএমের পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম। তিনি বলেন দেশের সঙ্কট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দেশের মানুষ চাইছিল সরকার আমাদের অর্থনৈতিক যেভাবে মুখ থুবড়ে পড়েছে তার দিকে নজর দিক। বেকারি বাড়ছে, সেটা দেখুক, কলকারখানা হোক, বিনিয়োগ হোক, কৃষক তার ফসলের দাম পাক। সরকার তার বদলে উল্টো রাস্তা করছে। দেশকে আরো সংকট দেশে বাড়ানোর জন্য দেশের মানুষের মধ্যে অনৈক্য তৈরি করছে। নাগরিকতা সংশোধনী আইন সেটাই।

এদিনের গণঅবস্থান সমাবেশে উপস্থিত ছিলেন সিপিআইএমের পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম ছাড়াও সিপিআইএমের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, আরএসপির জেলা সম্পাদক অমৃত মাইতি, স্থানীয় বিধায়ক অশোক দিন্দা সহ ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার নেতৃত্বরা।
এদিন সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কেও কটাক্ষ করতে ছাড়েননি মহম্মদ সেলিম। তিনি বলেন
রাস্তায় নেমে ক্যে ক্যে ছিঃ ছিঃ করছে, নাটক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।