Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্য বাজেটে বেকার যুবক যুবতীদের নয়া দিশা দেখলেন অমিত মিত্র

রাজ্য বাজেটে বেকার যুবক যুবতীদের নয়া দিশা দেখলেন অমিত মিত্র।‘কর্মসাথী’ ও' বাংলা শ্রী ' দুটি প্রকল্পের কথা তিনি ঘোষণা করেন। তিনি বলেন, ‘ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে জোর দেওয়ার জন্য ফাস্ট এপ্রিল থেকে বাংলাশ্রী নামে নতুন উ…


রাজ্য বাজেটে বেকার যুবক যুবতীদের নয়া দিশা দেখলেন অমিত মিত্র।‘কর্মসাথী’ ও' বাংলা শ্রী ' দুটি প্রকল্পের কথা তিনি ঘোষণা করেন। তিনি বলেন, ‘ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে জোর দেওয়ার জন্য ফাস্ট এপ্রিল থেকে বাংলাশ্রী নামে নতুন উত্‍সাহ প্রকল্প চালু করার ঘোষণা করছি। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য নতুন ক্ষুদ্র শিল্প ও কর্মসংস্থানের প্রচুর সুযোগ সৃষ্টি হবে।’ এই প্রকল্পের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি কর্মসাথী’ প্রকল্পের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী । তিনি জানান এই প্রকল্পের মাধ্যমে আগামী ৩ বছরে এক লাখ করে যুবক-যুবতীর কর্মসংস্থান করা । তিনি আরও বলেন, এই প্রকল্পের সহজ শর্তে ২ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। যে টাকা দিয়ে ছোট শিল্প বা ব্যবসা শুরু করা যাবে। এই প্রকল্পের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন।

রাজ্যে বেকারত্ব দূর করতে নয়া দিশা দেখালেন অর্থমন্ত্রী অমিত মিত্র। রাজ্য বাজেট পেশের সময় তিনি প্রস্তাব করলেন ‘কর্মসাথী’ ও ‘বাংলাশ্রী’ প্রকল্পের। এই দুই প্রকল্পের মাধ্যমে সহজ কিস্তিতে ঋণ দিয়ে বেকার যুবক-যুবতীদের উপার্জনের পথ বাতলেছেন অমিত।
যেখানে বেকারত্বের হার দিনের পর দিন বাড়ছে, সেখানে এই বাজেট দিশা দেখাবে বলে দাবি করেন অমিত মিত্র। তিনি বাজেট বক্তৃতায় বেকার সমস্যার কথা তুলে ধরে বলেন ‘বাংলায় বেকারত্বের হার ৪০% কমেছে। অথচ গোটা দেশে বেকারত্বের হার গত ৪৫ বছরে সবচেয়ে খারাপ।’

বর্তমান অবস্থায় দাঁড়িয়ে এই দুটি প্রকল্পের ঘোষণা কতটা কার্যকরী হবে রাজনৈতিক মহলে প্রশ্ন ।