Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সমগ্র পশ্চিম বাংলায় লকডাউন ঘোষণা

করোনা মোকাবেলায় লকডাউন চালু ছিল গতকাল বিকেল পাঁচটার পর থেকে জেলার কিছু কিছু সদর শহর এবং পুরসভা  এলাকায়। কিন্তু আজ বিকেল পাঁচটা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমগ্র পশ্চিম বাংলায় লকডাউন ঘোষণা করলেন। আগামী 31 শে মার্চ প…


করোনা মোকাবেলায় লকডাউন চালু ছিল গতকাল বিকেল পাঁচটার পর থেকে জেলার কিছু কিছু সদর শহর এবং পুরসভা  এলাকায়। কিন্তু আজ বিকেল পাঁচটা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমগ্র পশ্চিম বাংলায় লকডাউন ঘোষণা করলেন। আগামী 31 শে মার্চ পর্যন্ত চলবে পশ্চিমবাংলা লক ডাউন।
এইদিন নবান্নে তিনি ঘোষণা করেবলেন আমরা যে আগামী 27 তারিখ পর্যন্ত লকডাউন ঘোষণা করেছিলাম সেটি বাড়িয়ে 31 তারিখ পর্যন্ত করা হলো। তিনি জানান, কমপ্লিট সেফটি রেশন চালু করেছিলেন সেটা পশ্চিমবাংলা কিছু কিছু শহর এবং এবং কিছু কিছু এলাকা টপ ডাউন করা হয়েছিল কিন্তু। পরিস্থিতি অনুযায়ী সেটা বাড়ানো হয়েছে এবং 31 মার্চ পর্যন্ত রকটাউন থাকবে।
তিনি আরো জানান, পরিসংখ্যান করে দেখা গেছে এক লক্ষ লোক আক্রান্ত হতে সময় নিয়েছিল 67 দিন। পরের এক লাখ 11 দিন সময় নিয়েছিল। কিন্তু শেষ চার দিনে একটা লোক আক্রান্ত হচ্ছে করোনা ভাইরাস। সুতরাং সবার ভালো জন্য না এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনারা ধৈর্য ধরুন।একটু দুর্ভোগ হবে কিন্তু সবার ভালো থাকতে এটুকু কষ্ট সকলকে পড়ার অনুরোধ জানাচ্ছি।
এর আগে কেন্দ্র সুপারিশ করেছিল পশ্চিমবঙ্গে লকডাউন করার জন্য সেই সুপারিশ অনুযায়ী পশ্চিমবাংলা বিভিন্ন এলাকায় 26 এলাকায় ঘোষণা করা হয়েছিল গতকাল থেকে আজ মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমবাংলা জারি করলেন।
তিনি জানান লকডাউন হলেও জরুরী পরিষেবা যেমন রেশন দোকান ওষুধ দোকান মুদিখানা খোলা থাকবে। তবে কখন ও ভিড় করতে মানা করেছেন দূরত্ব বজায় রেখে একজন একজন করে দোকানের জিনিস কেনার অনুরোধ জানিয়েছে।
এই দিন তিনি শহরের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন বিশেষ করে যেসব হাসপাতলে করোনা রোগী ভর্তি আছে সেইসব হাসপাতালে গিয়ে পরিষেবা পর্যবেক্ষণ করেন এবং হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক ও প্রদান করে। যারা এই চিকিৎসা পরিষেবা র সঙ্গে যুক্ত আছেন তাদের তিনি উৎসাহিত করেন।