করোনা ভাইরাসের আতঙ্ক যখন গোটা বিশ্বজুড়ে সেইরকম এক বিপর্যস্ত সময় আবার এক ভাইরাসের সন্ধান মিললো চীনে।
জানা যায় চীনের ইউনান প্রদেসে মারন হান্টা ভাইরাসে মারা যান 1 ব্যক্তি। ওই মৃত ব্যক্তি শন্ডগ থেকে যে বাসে করে এসেছিলেন সেই বা…
করোনা ভাইরাসের আতঙ্ক যখন গোটা বিশ্বজুড়ে সেইরকম এক বিপর্যস্ত সময় আবার এক ভাইরাসের সন্ধান মিললো চীনে।
জানা যায় চীনের ইউনান প্রদেসে মারন হান্টা ভাইরাসে মারা যান 1 ব্যক্তি। ওই মৃত ব্যক্তি শন্ডগ থেকে যে বাসে করে এসেছিলেন সেই বাসে 32 জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। ইদুরের মল বাহিত এই ভাইরাসটি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। করনা ভাইরাসের মৃত্যুর হার যেখানে 2 থেকে 3 শতাংশ খানে হানটা ভাইরাসে মৃতের হার 38% ।তবে এটি বায়ুবাহিত নয় । এই রোগের সিমটম এবং করোনা ভাইরাসের সিমটম প্রায় একই তবে এই ভাইরাসে পেটের প্রবলেম এবং দুর্বলতা লক্ষ্য করা যাবে। শেষে ফুসফুসের আক্রমনে মারা যাবে।এই ভাইরাসটি নতুন নয় তবে মারণ ক্ষমতা বেশি।