চারিদিকে কচি কচি সবুজ আর সবুজের মাঠ শুধু মাঝে এক টুকরে হলুদ হয়ে যাওয়া ক্ষেত দেখলে মনে হবে ভিন দেশের অবস্থান বা মনে হতে পারে বাংলাদেশ ও ভারতের এক ছিট মহল। এমনই চিত্র পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার ১ নং ব্লকের ছাড়াদিঘি গ্রামে…
চারিদিকে কচি কচি সবুজ আর সবুজের মাঠ শুধু মাঝে এক টুকরে হলুদ হয়ে যাওয়া ক্ষেত দেখলে মনে হবে ভিন দেশের অবস্থান বা মনে হতে পারে বাংলাদেশ ও ভারতের এক ছিট মহল। এমনই চিত্র পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার ১ নং ব্লকের ছাড়াদিঘি গ্রামের ধানের ক্ষেতে।
ওই গ্রামের চাষী শ্যামাপদ সাঁতরার বোরো ধানের জমিতে জঙ্গল সাফ নামের কীটনাশক দেওয়ার অভিযোগ উঠেছে। শ্যামাপদের দাবী তিনি বিজেপির একজন সক্রিয় কর্মী হওয়ায় এই ঘটনা। তিনি এও বলেন, তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদানের জন্য দীর্ঘদিন থেকেই নানাভাবে হুমকি দেওয়া হয় তাকে, একবার মারধরও করা হয়। আর তারপরই জমিতে বিষ দেওয়ার ঘটনা। ৫৬ ডেসিমেল জমির ধান শুকিয়ে হলুদ হয়ে গিয়েছে। এতে সরাসরি তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি। ঘটনায় পুলিশে লিখিত অভিযোগও দায়ের করেছেন বলে জানান।
ঘটনার কথা তিনি শুনেছেন বলে জানান স্থানীয় তৃণমূল নেতা। তিনি জানান এই নিয়ে ওনার কাছে কোন অভিযোগ এখনো পর্যন্ত জমা পড়েনি।তিনি পাঁচ সংস্থান বিষয়টি খতিয়ে দেখবেন বলে। এবং অভিযোগকারীর এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। কোনও কারনে জমির ধান নষ্ট হতে পারে আর সেটাকে রাজনীতির রং দিয়ে তৃণমূলের ঘাড়ে চাপাচ্ছে। তৃণমূল এরকম ঘৃন্য কাজ করে না বলে দাবি তাঁদের। এই ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তেজনার আশঙ্কা পটাশপুরে।