Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দীঘা মোহনায় মাছ কেনাবেচা বন্ধ হতে চলেছে করোনা ভাইরাসের আতঙ্কে

করোনা ভাইরাসের আতঙ্কে ভুগছে গোটা বিশ্ব। গোটা ভারতবর্ষ জুড়ে সর্তকতা জারি করা হয়েছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আগামী 15 এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় ভিড় এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়…




করোনা ভাইরাসের আতঙ্কে ভুগছে গোটা বিশ্ব। গোটা ভারতবর্ষ জুড়ে সর্তকতা জারি করা হয়েছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আগামী 15 এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় ভিড় এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। জেলায় জেলায় করোনা ভাইরাসের সতর্কতামুলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
করোনা ভাইরাস এর কারণে দীঘা মোহনা থেকে যেসব মাছ চীনে রপ্তানি হতো সেগুলো গত একমাস প্রায় বন্ধ রয়েছে। এমতাবস্থায় দীঘা শঙ্করপুর ফিশার ম্যান এন্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে আগামী 22 শে মার্চ থেকে সমস্ত রকমের মাছ কেনাবেচা বন্ধ থাকবে দীঘা মোহনায়। ফলে সমস্ত ট্রলার সমুদ্রে যাও বন্ধ হয়ে যাবে।আবার নুতন করে ক্ষতির মুখে পড়তে চলেছে দীঘা মোহনায় মৎস্য ব্যবসায়ী থেকে মৎস্যজীবীরা।