করোনা ভাইরাস নিয়ে সারা বিশ্ব একটা জরুরি অবস্থার মধ্যে দিয়ে চলছে। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে সারা ভারতে জনতা কার্ফু হয়। সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এই করোনা ভাইরসের প্রতিরোধে। পিছিয়ে নেই স্বেচ্ছাসেবী সংস্থা গুল…
করোনা ভাইরাস নিয়ে সারা বিশ্ব একটা জরুরি অবস্থার মধ্যে দিয়ে চলছে। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে সারা ভারতে জনতা কার্ফু হয়। সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এই করোনা ভাইরসের প্রতিরোধে। পিছিয়ে নেই স্বেচ্ছাসেবী সংস্থা গুলিও।
পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানা এলাকায় ভগবানপুর যুব সংঘের আয়োজনে করোনা নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়। অযথা গুজব ছড়াবেন না, কুসংস্কারে না গিয়ে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে যান ডাক্তারদের পরামর্শ নিন। এই শিবির থেকে এলাকার মানুষদের হাতে মাক্স তুলে দেওয়া হয়। শিবিরে আসা মানুষজন দের হাতে হ্যান্ডওয়াশ দেওয়া হয়।
সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন ভগবানপুর যুব সংঘের সদস্য বৃন্দরা। এছাড়াও ছিলেন ভগবানপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসক স্নেহা রায়। যদিও এই শিবির থেকে বলা হয় বেশি সংখ্যক মানুষ একসঙ্গে জড়ো হওয়া যাবে না। প্রত্যেকের বাড়িতে থাকার পরামর্শ দেয়া হয় এই শিবির থেকে।