করোনা আতঙ্ক এবার পূর্ব মেদিনীপুরে। পুলিশ ও স্বাস্থ্য দফতের উদ্যোগে চিকিৎসাধীন ইন্দোনেশিয়া ফেরত ব্যক্তি।।
করোনা ভাইরাসের থরহরি কম্পমান গোটা বিশ্ব। দিন কয়েক ধরে দেশের রাজধানী শহর দিল্লী ও আশেপাশের এলাকায় এই ভাইরাসে প্রায় ৩০ জন আক…
করোনা আতঙ্ক এবার পূর্ব মেদিনীপুরে। পুলিশ ও স্বাস্থ্য দফতের উদ্যোগে চিকিৎসাধীন ইন্দোনেশিয়া ফেরত ব্যক্তি।।
করোনা ভাইরাসের থরহরি কম্পমান গোটা বিশ্ব। দিন কয়েক ধরে দেশের রাজধানী শহর দিল্লী ও আশেপাশের এলাকায় এই ভাইরাসে প্রায় ৩০ জন আক্রান্ত হওয়ার খবর মিলেছে। তারই মাঝে প্রথমবার এই রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলাতেও ছড়াল করোনা ভাইরাসের আতঙ্ক।
বৃহস্পতিবার বিকেল নাগাদ জ্বরে আক্রান্ত এক ব্যক্তিকে করোনা ভাইরাসের সংক্রমণ থাকতে পারে সন্দেহ করে কলকাতায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে তিনি নিজের ইচ্ছেয় কলকাতায় যেতে চাননি। পুলিশ ও স্বাস্থ্য দফতরের কর্মীরা উদ্যোগ নিয়ে ওই ব্যক্তিকে কলকাতায় পাঠিয়েছেন বলে জানা গেছে।
আক্রান্ত ব্যক্তির নাম গোবিন্দ প্রসাদ সাউ (৪৫)। তিনি পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার বনমালীপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, গোবিন্দবাবু একটি সংস্থার মাধ্যমে দিন ১৫ আগে ইন্দোনেশিয়ায় বেড়াতে গিয়েছিলেন। বাড়ি ফিরেছেন কয়েকটা দিন হল।
প্রথমে উনি যেতে রাজি হননি। পরে পুলিশ, স্বাস্থ্য দফতরের কর্মী ও প্রশাসনের লোকজন বোঝানোর পর অ্যম্বুলেন্সে চেপে সস্ত্রীক কলকাতার উদ্যেশ্যে রওনা হয়েছেন তিনি। এই ঘটনায় কোনও আতঙ্কের কারণ নেই বলেই স্বাস্থ্য দফতরের কর্মীরা জানিয়েছেন। আগাম সতর্কতা হিসেবেই তাঁর শারীরিক পরীক্ষার জন্য গোবিন্দবাবুকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য অধিকর্তা নিতাই চন্দ্র মন্ডল জানিয়েছেন, ওই ব্যক্তি গত ২৪ ফেব্রুয়ারী ইন্দোনেশিয়া থেকে বাড়ি ফিরেছেন। সম্প্রতি তিনি জ্বর ও কাশিতে ভুগছিলেন এবং স্থানীয় হাতুড়ে চিকিৎসকদের কাছেই ওষুধ খাচ্ছিলেন।
ঘটনার জানার পরেই ভগবানপুরের ব্লক স্বাস্থ্য অধিকর্তা, সহ জয়েন্ট বিডিও ওই ব্যক্তির বাড়িতে ছুটে যান। তবে তিনি কলকাতায় চিকিৎসার জন্য মোটেই রাজি ছিলেন না। অনেক প্রচেষ্টার পর একপ্রকার জোর করেই ওই ব্যক্তিকে নিয়ে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।
শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার চিকিৎসকদের নিয়ে তমলুকের জেলা শাসকের দফতরে একটি জরুরি বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার হাসপাতালের চিকিৎসকেরা। পাশাপাশি জেলার সমস্ত নার্সিংহোম কর্তৃপক্ষের সাথেও বৈঠক হয় জেলা প্রশাসনের। বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষ, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মন্ডল সহ আধিকারিকরা।
মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মন্ডল জানিয়েছেন, অযথা করোনা নিয়ে কোনও মানুষ যাতে বিভ্রান্ত না হন বা কি ভাবে এই রোগের উপসর্গ বোঝা যাবে এবং কিভাবেই বা এই রোগের মোকাবিলা করা যাবে সেই বিষয়ে বৈঠকে উপস্থিত সবাইকে অবগত করানো হয়।