Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বেপরোয়া গাড়ির বলি স্কুল ছাত্রী

বেপরোয়া যাত্রীবোঝাই বাসের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক স্কুলছাত্রীর। বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ মহিষাদল থানার কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃত ছাত্রীর নাম বনশ্রী রাউল। তার বাড়ি মহিষাদলের ১ পঞ্চায়েতের ডিহি মাসুড়িয়া গ্রামে।
 স্…



বেপরোয়া যাত্রীবোঝাই বাসের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক স্কুলছাত্রীর। বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ মহিষাদল থানার কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃত ছাত্রীর নাম বনশ্রী রাউল। তার বাড়ি মহিষাদলের ১ পঞ্চায়েতের ডিহি মাসুড়িয়া গ্রামে।
 স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এদিন দুপুরে স্কুল থেকে বেরিয়ে সাইকেলে চড়ে বাড়ির পথে রওনা হয়েছিলেন ছাত্রীটি। সেই সময় হলদিয়া থেকে চন্দ্রকোনা রোড যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। বাসটি প্রচন্ড গতিতে ছুটে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্রী দিকে ধাক্কা মারে। ফলে ঘটনাস্থলেই ছাত্রীর মৃত্যু হয়। এই খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
 মৃত ছাত্রী লক্ষ্যা হাইস্কুলের দ্বাদশ শ্রেণীতে পাঠরত বলে জানা গেছে।এডমিট কার্ড নিয়ে বাড়ি ফেরার পথে স্কুলের সামনে হলদিয়া চন্দ্রকোণা বাস তাকে ধাক্কা মারে । রাস্তার দুপাশে ইট , বালি , চিপস্, প্রভৃতি জিনিস জড়ো করা এবং গাড়ির অনিয়ন্ত্রিত গতির বলি হতে হল বনশ্রী কে। স্থানীয় বাসিন্দারা হলদিয়া মেচেদা রাজ্য সড়ক অবরোধ করে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।

 অভিযোগ, প্রায় চার হাজার ছাত্র ছাত্রী লক্ষ্যার দুটি হাই স্কুলে পড়াশোনা করে । তাই গাড়ির গতি নিয়ন্ত্রণ করা  এবং ফুটপাত যাতে যাতায়াতের উপযুক্ত থাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কুকড়াহাটি রুটের বাস সহ বেশ কিছু বাস দ্রুতগতিতে যাতায়াত করে , যা নিয়ন্ত্রিত হওয়া দরকার ।