করোনা আতঙ্কে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বেসরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এক বিজ্ঞপ্তিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন সোমবার থেকে আগামী 31 মার্চ পর্যন্ত সমস্ত স্কুল-কলেজ মাদ্রাসা বন্ধ থা…
করোনা আতঙ্কে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বেসরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এক বিজ্ঞপ্তিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন সোমবার থেকে আগামী 31 মার্চ পর্যন্ত সমস্ত স্কুল-কলেজ মাদ্রাসা বন্ধ থাকবে 31 তারিখের পর পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।তবে সূচি অনুযায়ী উচ্চমাধ্যমিকে পরীক্ষা চলবে কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত রাখার কথা বলা হয়েছে।
করোনাভাইরাস এ আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে আতঙ্ক ছড়িয়েছে সারা দেশে। এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা 83। পশ্চিমবঙ্গেও আতঙ্ক ছড়িয়েছেসংক্রমণ এড়াতে তাই পরামর্শ দেওয়া হয়েছে ঘনঘন সাবান দিয়ে হাত ধোয়ার জন্য জমায়েত না করার জন্য হাঁচি সর্দি বা শরীরে কোন অসুবিধা হলে তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নেওয়া। সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।