করোনা ভাইরাসের প্রকোপে বন্ধ হয়ে গেল পশ্চিমবঙ্গ বোর্ডের হায়ার সেকেন্ডারি এক্সাম। আগেই অন্যান্য পরীক্ষাগুলি স্থগিত করে দেওয়া হয়েছিল। আজ এইচএস পরীক্ষা স্থগিত করে দেওয়া হলো। সোমবার থেকে অর্থাৎ 23মার্চ তারিখ থেকে যে পরীক্ষা গুলি…
করোনা ভাইরাসের প্রকোপে বন্ধ হয়ে গেল পশ্চিমবঙ্গ বোর্ডের হায়ার সেকেন্ডারি এক্সাম। আগেই অন্যান্য পরীক্ষাগুলি স্থগিত করে দেওয়া হয়েছিল। আজ এইচএস পরীক্ষা স্থগিত করে দেওয়া হলো। সোমবার থেকে অর্থাৎ 23মার্চ তারিখ থেকে যে পরীক্ষা গুলি হওয়ার কথা ছিল সেগুলি 15 এপ্রিলের পর নেওয়া হবে বলে জানানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে।
গত 12 ই মার্চ পরীক্ষা শুরু হয়েছিল শেষ হওয়ার কথা ছিল সাতাশে মার্চ।
এমনিতেই কাল 22 শে মার্চ প্রধানমন্ত্রী "জনতা কারফিউ" আবেদন জানিয়েছেন । যার ফলে প্রত্যেককে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে । এমনকি দোকান বাজার সমস্ত কিছু বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের আতঙ্কে মধ্যেই পশ্চিমবঙ্গে হায়ার সেকেন্ডারি পরীক্ষা চালু হয়ে ছিল কিন্তু পরপর করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরীক্ষা স্থগিত করে দেওয়ার। এখনো পর্যন্ত তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত আইডেন্টি করা হয়েছে। যারা বেলেঘাটা আইডিতে চিকিৎসাধীন।
সরকারি এই নির্দেশের ফলে আগামী 23 ,25 এবং 27 মার্চ তারিখে যে পরীক্ষা গুলি হওয়ার কথা ছিল সেগুলি পরবর্তী 15 এপ্রিলের পর হবে এমনটাই জানানো হয়েছে। রুটিন অনুযায়ী 23 তারিখে ফিজিকস একাউন্টসি নিউট্রেশন এবং এডুকেশন হওয়ার কথা ছিল। 25 তারিখে কেমিস্ট্রি ইকোনমিক্স সংস্কৃত পারসি আরবি ফরাসি জার্নালিজম এবং মাস কমিউনিকেশন পরীক্ষা হওয়ার কথা ছিল। শেষ দিন অর্থাৎ 27 তারিখে ভূগোল ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট হোম ম্যানেজমেন্ট স্ট্যাটিসটিক্স এবং কস্টিং, এবং ট্যাক্সেশন বিষয়ের পরীক্ষা নেওয়ার কথা ছিল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রের খবর 15 এপ্রিলের পর নির্ধারিত তিনদিনের পরীক্ষার নয়া কর্মসূচি জানানো হবে।