Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া পৌরসভা করোনা প্রতিরোধে জরুরী বৈঠকে একগুচ্ছ পদক্ষেপ গ্রহন করল

হলদিয়া পৌরসভা করোনা প্রতিরোধে জরুরী  বৈঠকে একগুচ্ছ পদক্ষেপ গ্রহন করল ।
এই বৈঠকে উপস্থিত ছিলেন হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার অমল দত্ত  সহ স্বাস্থ আধিকারিকরা । এই বৈঠকে স্থির হয় হলদিয়া শিল্পাঞ্চলে মূল প্রবেশদ্বার ব্রজলালচকে থার…



হলদিয়া পৌরসভা করোনা প্রতিরোধে জরুরী  বৈঠকে একগুচ্ছ পদক্ষেপ গ্রহন করল ।
এই বৈঠকে উপস্থিত ছিলেন হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার অমল দত্ত  সহ স্বাস্থ আধিকারিকরা । এই বৈঠকে স্থির হয় হলদিয়া শিল্পাঞ্চলে মূল প্রবেশদ্বার ব্রজলালচকে থার্মাল চেকিং এর সিধান্ত গৃহিত হয়। সেই সঙ্গে প্রত্যেকটি শিল্প কারখানার গেটে যাতে থার্মাল চেকিং হয় তার আবেদন  জানানো হয়। হলদিয়াতে বাইরে থেকে যে সমস্ত মালবাহী গাড়ী আসছে তাদের ড্রাইাভার,খালাসী থেকে শুরু করে সমস্তপরিবহন কর্মী দের চেকিং এর ব্যাবস্থা ।

 এমনকি পৌর এলাকার যে সমস্ত নাগরিকরা কর্ম সুত্রে বিদেশে কিংবা বাইরের রাজ্য থেকে ফিরেছেন তাদের নাম তালিকাভুক্ত করে জেলাশাষকের কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে। এই বৈঠকের মাধ্যমে বন্দর কতৃপক্ষ ও পৌরসভা একযোগে কাজ করার অঙ্গীকারবদ্ধ হয়। পৌরসভার তরফ থেকে পৌর এলাকার নাগরিকদের আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আবেদন করা হয়। পৌরসভার তরফ থেকে একটি হেল্পলাইন নম্বর ও চালু করার সিদ্ধান্ত   গৃহিত হয়।