Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্যের স্বরাষ্ট্রসচিব হোম কোয়ারেন্টাইন এ

করোনা আতঙ্কে র ছায়া এবার খোদ নবান্নে। পশ্চিমবঙ্গে প্রথম করোনা আক্রান্ত হয় নবান্নের এক আমলার ছেলে। তিনি এখন বেলেঘাটা আইডিতে চিকিৎসাধীন।আমলা এবং তার গাড়ির ড্রাইভার এবং পরিবারের সদস্য পর্যবেক্ষণ ভাবে ভর্তি। এরইমধ্যে রাজ্যের স্বর…


করোনা আতঙ্কে র ছায়া এবার খোদ নবান্নে। পশ্চিমবঙ্গে প্রথম করোনা আক্রান্ত হয় নবান্নের এক আমলার ছেলে। তিনি এখন বেলেঘাটা আইডিতে চিকিৎসাধীন।আমলা এবং তার গাড়ির ড্রাইভার এবং পরিবারের সদস্য পর্যবেক্ষণ ভাবে ভর্তি। এরইমধ্যে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী সোনালী চক্রবর্তী হোম কোয়ারেন্টেনে আছেন। সূত্রের খবর, আক্রান্তের মা দীর্ঘক্ষন স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন। ওই আমলা শরীরে করোনা ভাইরাসের  জীবাণু থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তাই স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় নিজে নিজেই কোয়ারেন্টাইন এ থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে ।

নবান্ন সূত্রে খবর ইতিমধ্যে ওই আমলার রুম সিল করে দেয়া হয়েছে এবং সিসিটিভি ফুটেজ দেখে যার যার সঙ্গে উনি উনার সংস্পর্শে এসেছে তাদের আইডেন্টিটি করার চেষ্টা হচ্ছে।
উল্লেখ্য, রাজ্যের প্রথম করোনাভাইরাস আক্রান্ত তরুণ লন্ডন ফেরত এখন বেলেঘাটায় আই ডি তে চিকিৎসা ধিন।