Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অবশেষে মিলল মাধ্যমিকের উত্তর পত্র

অবশেষে খোঁজ মিলল মাধ্যমিকের উত্তরপত্রের। তুফানগঞ্জ মহকুমার দেওচড়াই গ্রামপঞ্চায়েতের নেপালের খাতা এলাকা থেকে এই উত্তর পত্র উদ্ধার হয়ে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

জানাযায় শুক্রবার বিকেলে দেওচড়াই হাই স্কুলের শিক্ষক উৎপল দাম তু…



অবশেষে খোঁজ মিলল মাধ্যমিকের উত্তরপত্রের। তুফানগঞ্জ মহকুমার দেওচড়াই গ্রামপঞ্চায়েতের নেপালের খাতা এলাকা থেকে এই উত্তর পত্র উদ্ধার হয়ে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

জানাযায় শুক্রবার বিকেলে দেওচড়াই হাই স্কুলের শিক্ষক উৎপল দাম তুফানগঞ্জ থেকে মাধ্যমিক পরীক্ষার ইংরেজি বিষয়ের ৭৩ টি উত্তরপত্র মোটর সাইকেলে ব্যগে করে নিয়ে যাচ্ছিলো। সেই সময় রাস্তায় খাতাগুলো হারিয়ে গিয়েছে বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পরে। তুফানগঞ্জ থানায় ঘটনার অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। রবিবার সকালে দেওচড়াই গ্রামপঞ্চায়েতের নেপালের খাতা এলাকা থেকে হারিয়ে যাওয়া ৭৩ টি ইংরেজি উত্তরপত্র খোঁজ মেলে।

বাইট ০১ উৎপল দাম (শিক্ষক,দেওচড়াই হাই স্কুল)