Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লখনৌতে বেড়াতে গিয়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হল পাঁচজনের

লখনৌ তে বেড়াতে গিয়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হল পাঁচজনের।
সড়ক দুর্ঘটনায় তমলুকের একই পরিবারের চারজনের মৃত্যু হয়। সঙ্গে মারা গেছে গাড়ির ড্রাইভার। পরিবারের সবার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
তমলুকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর এর ক…


লখনৌ তে বেড়াতে গিয়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হল পাঁচজনের।
সড়ক দুর্ঘটনায় তমলুকের একই পরিবারের চারজনের মৃত্যু হয়। সঙ্গে মারা গেছে গাড়ির ড্রাইভার। পরিবারের সবার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
তমলুকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর এর কর্মী ছিলেন শ্রীকান্ত মাইতি। তিনি স্ত্রী কবিতা মাইতি কে সঙ্গে নিয়ে দিল্লিতে থাকা মেয়ের কাছে যান বেড়াতে। দিল্লি থেকে মেয়ে অনন্যা বিশ্বাস ও জামাই অরিজিৎ বিশ্বাস এর সঙ্গে একটি প্রাইভেট গাড়িতে করে লখনৌ গিয়েছিলেন চারজন। লখনৌ থেকে ফেরার সময় গতকাল রাত্রে একটি ট্রেলার এর সাথে প্রাইভেট গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মারা যান চারজন। গাড়ির ড্রাইভারও মারা গিয়েছে এই ঘটনায়। তমলুকের সরকারি আবাসনে থাকতেন শ্রীকান্ত মাইতি। দুর্ঘটনার খবর আসে পরিবারের অন্যদের কাছে। আবাসনের প্রতিবেশীরা ছুটে আসে শ্রীকান্ত মাইতির আবাসনে সামনে। তমলুক শহরের 17 নম্বর ওয়ার্ডের সহকারী আবাসনে শোকের ছায়া।