Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুক আনন্দলোক ড্রামাটিক ক্লাবের আয়োজনে শুরু আন্ত: বিদ্যালয় একাঙ্ক নাটক প্রতিযোগিতা

শুরু হলো আন্ত: বিদ্যালয় একাঙ্ক নাটক প্রতিযোগিতা। তমলুক আনন্দলোক ড্রামাটিক ক্লাবের আয়োজনে ষষ্ঠ বর্ষ একাঙ্ক নাটক প্রতিযোগিতা শুরু হয়েছে আজ। এছাড়াও রয়েছে ৩১ তম  আমন্ত্রণমূলক একাঙ্ক নাটক ।

তমলুক আনন্দলোক ড্রামাটিক ক্লাব সহ সম্…


 শুরু হলো আন্ত: বিদ্যালয় একাঙ্ক নাটক প্রতিযোগিতা। তমলুক আনন্দলোক ড্রামাটিক ক্লাবের আয়োজনে ষষ্ঠ বর্ষ একাঙ্ক নাটক প্রতিযোগিতা শুরু হয়েছে আজ। এছাড়াও রয়েছে ৩১ তম  আমন্ত্রণমূলক একাঙ্ক নাটক ।

তমলুক আনন্দলোক ড্রামাটিক ক্লাব সহ সম্পাদক অরিন্দম প্রধান জানান,"আজ থেকে ছ'বছর আগে যেদিন আন্তঃবিদ্যালয় একাঙ্ক  নাটক প্রতিযোগিতার কথা মাথায় আসে সেদিন ভাবতে পারি নি যে আজ এমন সাড়া পাব। বিদ্যালয়ের এক একটি কচি প্রাণ যখন মঞ্চ দাপিয়ে বেড়ায় তখন মনে হয় স্বপ্ন দেখছি তাদের চোখে। আমাদের এই উৎসবের দুমাস আগে থেকে এত যে পরিশ্রম শিশুদের প্রাণচঞ্চলতায় এসে তা লাঘব হয়। যত কষ্টই হোক আমরা এই প্রয়াস চালিয়ে যাব সেইসঙ্গে নাট্যোৎসবে আরো বেশি বেশি দল নিয়ে আসার চেষ্টা করব'"।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে," ৩ তারিখ থেকে ৫তারিখ পর্যন্ত হবে স্কুল ভিত্তিক একাঙ্ক নাটক প্রতিযোগিতা। ৬ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত থাকবে আমন্ত্রণমূলক নাটক। এ বছর বাইরের জেলা থেকেও বিদ্যালয় এসেছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। আগামী দিনে আমাদের জেলার বাইরে আরো অন্যান্য জেলাগুলিকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে পারব এই আশা রাখি।আমন্ত্রণ মূলক নাটকেও  বিভিন্ন জেলার নাট্য সংস্থা নাট্য প্রদর্শন করবে"।