Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুক শহরে শুরু হল ফুটবল একাডেমি

রবিবার তমলুক কলেজ ময়দানে 'ব্ল্যাক হর্স ফুটবল একাডেমি' নামে এই ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন প্রাক্তন জাতীয় ফুটবল দলের সদস্য প্রশান্ত ব্যানার্জি। এদিন বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় ফুটবলার সহ বিশ…




রবিবার তমলুক কলেজ ময়দানে 'ব্ল্যাক হর্স ফুটবল একাডেমি' নামে এই ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন প্রাক্তন জাতীয় ফুটবল দলের সদস্য প্রশান্ত ব্যানার্জি। এদিন বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় ফুটবলার সহ বিশিষ্ট অতিথিবৃন্দ।একাডেমীর উদ্বোধন উপলক্ষে অনূর্ধ্ব 19 বয়সের আট দলীয় একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। তাতে চ্যাম্পিয়ান হয় হুগলির 'কেশোরাম একাডেমী'ও রানার্স হয় তমলুক কোচিং সেন্টার। চ্যাম্পিয়ন দলকে অশোক মালাকার স্মৃতি ট্রফি ও রানার্স দলকে সমরেশ ঘোড়াই, চন্দ্রনাথ গুছাইত স্মৃতি ট্রফি দেওয়া হয়। ব্ল্যাক হর্স একাডেমির প্রশিক্ষক হিসেবে থাকবেন প্রাক্তন ভারতীয় সেনার ফুটবল দলের সদস্য অজয় ভক্তা। সোমবার থেকে ফুটবল প্রশিক্ষণ শুরু হবে তমলুকের বুদ্ধ পার্কে। একাডেমিতে এখনো পর্যন্ত 52 জন ভর্তি হয়েছে।

প্রাক্তন জাতীয় ফুটবল দলের সদস্য প্রশান্ত ব্যানার্জি বলেন।
'সরকারের দিক দিয়ে কোচিং ক্যাম্প, মাঠ, যা যা করণীয় করেছে। কিন্তু প্রাইভেটে আরো একাডেমি হওয়ার প্রয়োজন আছে। সেই জায়গাটা আমাদের কম আছে, সেটা আমার মনে হয়। বেশি করে আমাদের করা উচিত। আমাদের বাংলার ফুটবল সত্যি একটু পিছিয়েছে তা নিয়ে বলার অপেক্ষা রাখে না। সরকার যেভাবে চেষ্টা করছে যে আবার পুরোনো দিন ফিরে আসুক
 রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেভাবে চেষ্টা করছেন খেলাটাকে আরো মাথায় মানে আরো উপরে তুলে নিয়ে আসা এবং বাংলার ঐতিহ্য ফুটবল। দু চার বছরের মধ্যে শ্রেষ্ঠত্বের প্রমাণ করে দেবে ফুটবলের ক্ষেত্রে এইটুকু বলতে পারি।