Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লরির ধাক্কায় মৃত্যু হলো এক মোটর সাইকেল আরোহীর

মঙ্গলবার বিকালে  কান্দি সাঁইথিয়া রাজ সড়কের ওপর লরির ধাক্কায় মৃত্যু হলো এক মোটর সাইকেল আরোহীর। জানা যায় পেশায় স্কুল শিক্ষক স্কুল থেকে ফেরার পথে পেছনদিকে থেকে আসা এক লরি ধাক্কা মারে মোটর সাইকেলে। মৃত ওই শিক্ষকের নাম পলাশ লোচন হা…



মঙ্গলবার বিকালে  কান্দি সাঁইথিয়া রাজ সড়কের ওপর লরির ধাক্কায় মৃত্যু হলো এক মোটর সাইকেল আরোহীর।
জানা যায় পেশায় স্কুল শিক্ষক স্কুল থেকে ফেরার পথে পেছনদিকে থেকে আসা এক লরি ধাক্কা মারে মোটর সাইকেলে। মৃত ওই শিক্ষকের নাম পলাশ লোচন হাজরা। বাড়ি কান্দি পুরসভার  রূপপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই মোটর বাইকে ওই স্কুলের প্রধান শিক্ষকও ছিলেন। তিনি গুরুতর আহত অবস্থায় হাসাতালে চিকিৎসাধীন।দুজনেই কুলি সাধারণ হাইস্কুল শিক্ষক।

  পুলিশ সূত্রে জানা যায়,  মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়ছে। ওই দুই শিক্ষক স্কুল থেকে বাড়ি ফেরার সময়  এক পণ্য বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিকে ধাক্কা মারে। দুজনেই  রাস্তার ওপর ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাদের কান্দি মহকুমা নিয়ে যাওয়া হলে চিকিৎসার পলাশ লোচন হাজরাকে মৃত বলে ঘোষণা করেন। আহত শিক্ষকের চিকিৎসা চলছে।