করোনা নিয়ে আতঙ্ক ছড়ালো ভারতেও। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এক নির্দেশিকায় জানানো হয়েছে যে, ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, জাপানে যে ভিসা দেওয়া হয়েছিল ৩ মার্চ তা বাতিল করা হলো । বাধ্য হয়ে যাদের আসতে হবে তাদের নতুন ক…
করোনা নিয়ে আতঙ্ক ছড়ালো ভারতেও। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এক নির্দেশিকায় জানানো হয়েছে যে, ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, জাপানে যে ভিসা দেওয়া হয়েছিল ৩ মার্চ তা বাতিল করা হলো । বাধ্য হয়ে যাদের আসতে হবে তাদের নতুন করে ভিসা দরখাস্ত করতে হবে।
ভারতে যে কোনো বিমানবন্দর দিয়ে এদেশে প্রবেশকারী স্বাস্থ্য ও সফর সম্পর্কে সেলফ ডিক্লারেশন দিতে হবে।
ভারতীয়দের চীন, ইতালি, এবং দক্ষিণ কোরিয়া ও ইরাকে যাওয়া নিষেধ করা হয়েছে।
এরমধ্যে ভারতে করোনা ভাইরাস আক্রান্ত উত্তরপ্রদেশের ৬জন । কেরালা, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা,দিল্লি সহ ভারতের বিভিন্ন রাজ্যর বাসিন্দাদের দেহে করোনা ভাইরাস দেখা দিয়েছে।
সতর্ক করে বলা হয়েছে,
পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন।
সাবান দিয়ে ঘন ঘন হাত ধুতে হবে।
হাঁচি-কাশির সময় মুখে কাপড় বা রুমাল চাপা দিন ।টিস্যু পেপার ব্যবহার করার পর সেটা ডাস্টবিনে ফেলে দিন ।
অসুস্থ বোধ করলে অবিলম্বে ডাক্তার দেখান।
জ্বর বা সর্দি হলে এড়িয়ে চলুন।
পশুপাখি ও পশুপাখির খামার থেকে থেকে দূরত্বে থাকুন।
খাওয়ার ভালো করে সেদ্ধ করে খেতে হবে।
প্রকাশ্যে থুথু বা কফ ফেলবেন না।