Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কালোবাজারি ঠেকাতে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার দোকানে ও বাজার পরিদর্শন এ রাজ্য পুলিশ ডিজি ,ডিআইজি, এডিজি, পুলিশ সুপার।

পাঁশকুড়াঃ রাজ‍্য তথা গোটা ভারতবর্ষ জুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। এমন পরিস্থিতিতে যানবাহন থেকে শুরু করে দোকানপাট সমস্ত কিছু প্রশাসনের নির্দেশে বন্ধ করে দেয়া হয়েছে। তবে এই লকডাউন এর বাইরে রয়েছে শাকসবজি মাছ মাংসের দোকান থেকে শু…




পাঁশকুড়াঃ রাজ‍্য তথা গোটা ভারতবর্ষ জুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। এমন পরিস্থিতিতে যানবাহন থেকে শুরু করে দোকানপাট সমস্ত কিছু প্রশাসনের নির্দেশে বন্ধ করে দেয়া হয়েছে। তবে এই লকডাউন এর বাইরে রয়েছে শাকসবজি মাছ মাংসের দোকান থেকে শুরু করে ঔষধের দোকান। তবে এর মাঝেও কি কালোবাজারি চলছে দোকান ও বাজার গুলিতে? সেই পরিস্থিতি খতিয়ে দেখতে এবার সরাসরি বাজার  সবজি দোকানে পরিদর্শন এ রাজ্য পুলিশ এর ডিজি বীরেন্দ্র ,এডিজি, ডিআইজি মেদিনীপুর রেঞ্জ ভি সলোমন নেশাকুমার, পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার ইন্দিরা  মুখার্জি সহ জেলার পুলিশ কর্তাগণ। শুক্রবার সন্ধ্যার সময় পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তর্গত পাঁশকুড়া বাজারের বিভিন্ন এলাকায় দোকানে দোকানে পরিদর্শন করে পুলিশ কর্তগণ। ইতিমধ্যে বাজারগুলিতেও যাতে করোণা সংক্রামন এড়ানো যায় তার জন্য বিভিন্ন দোকানের সামনে পুলিশের তরফ থেকে বিশেষ গোন্ডি কাটা হয়েছে কিনা। আর সেই নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে বাজার করছেন সাধারণ মানুষ। আর এর মাঝে গাড়ি-ঘোড়া বন্ধের সুযোগ নিয়ে দোকানগুলি জিনিস পত্রের দাম বাড়িয়ে চলেছে নাকি সে ব্যাপারে খতিয়ে দেখতে একেবারে সরাসরি দোকানগুলিতে ও বাজার পরিদর্শন করলেন পুলিশ কর্তাগণ। এদিন পুলিশের তরফ থেকে পাঁশকুড়া বাজারের বিভিন্ন দোকানে দোকানে যায় এবং দোকানদারদের ও বাজারে কমিটির সদস্য দের পরিষ্কার নির্দেশ দেন জে এই লক ডাউন চলা কালিন কোনো ভাবে নিত্য প্রয়োজনীয় জিনিস এর দাম বাড়ানো যাবে না। সাধারণ ক্রেতাদের সঙ্গে ও পথ চলতি মানুষ জনদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিক গণ। পরে পাঁশকুড়া থানা পরিদর্শন করেন। থানার পরিবেশ পুলিশ কর্মীদের কোনো সমস্যা হচ্ছে কিনা সমস্ত বিষয় নিয়ে খোঁজখবর নেন ডিজি বীরেন্দ্র।