Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শতদল কাব্য সাহিত্য পত্রিকার সাপ্তাহিক সম্মাননা

প্রিয়তমাসু......।

একাকী তারারা আজ এক ছুটে নামতে চাইছে,
তোমার বাগানের ফুলের গন্ধ নেবে বলে!
আকাশ প্রদীপ টা আজ জ্বালিও না প্রিয়তমা।
আলো দেখলে ওরা ফিরে যেতে পারে!
তারাদের আদরেই তো বৃতি গুলোর ঠোঁট ক্রমশঃ খুলবে অল্প অল্প করে।
প্রণয়-তৃ…



প্রিয়তমাসু......।

একাকী তারারা আজ এক ছুটে নামতে চাইছে,
তোমার বাগানের ফুলের গন্ধ নেবে বলে!
আকাশ প্রদীপ টা আজ জ্বালিও না প্রিয়তমা।
আলো দেখলে ওরা ফিরে যেতে পারে!
তারাদের আদরেই তো বৃতি গুলোর ঠোঁট ক্রমশঃ খুলবে অল্প অল্প করে।
প্রণয়-তৃপ্ত হলেই তো ওরা ফুঁটবে,
টকটকে ঠোঁট আর উজ্জ্বল নখ-রঞ্জনীতে সেজে...
সুগন্ধে ভরপুর হয়ে উঠবে তোমার বাগান প্রিয়তমা।
জানো,কিছু কুঁড়ি আছে তোমার বাগানে বড্ড গায়ে পড়া, বড্ড প্রগলভা!
অশ্লীল ইংগিতে আর ওদের তীব্র রিরংসা-র প্রকাশে নব্য যুবক তারারা ঘাবড়ে যায়...
অনভিজ্ঞ,অ-রিরংসু তারা গুলো ছিটকে বেড়িয়ে যায় তোমার বাগান থেকে।
অমন করে ছিটকে যাওয়া যুবক তারাদের ওমেই তো কিশোর ধানের শীষ বীর্যবান হবে।
নব হেমন্তে পরাগ ছিটিয়ে কুমারী ধানের ঘটাবে গর্ভাধান!
পৃথিবী আবার সোনালী শষ্য প্রসব করবে!
তাই অনুরোধ তোমায় প্রিয়া....
আকাশ প্রদীপ টা আজ না হয় নাই বা জ্বালালে,
আলো দেখলে একাকী তারারা ফিরে যেতে পারে আকাশ-গঙ্গার অন্য কোন গ্রহে......
অন্য কোন গ্রহের অন্য কোন ফুলের বাগানে।
আকাশ প্রদীপটা আজ জ্বালিও না প্রিয়তমা.....
আকাশ প্রদীপটা না হয় আজ না ই বা জ্বালালে.....

রব গর্গ।
৩ /৩/২০২০