Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত ভারত বাসির উদ্দেশ্যে আবেদন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় সমস্ত ভারত বাসির উদ্দেশ্যে এক বিবৃতি দি
বলেন,  আজ থেকে ভারত বর্ষের সমস্ত জনগণ লকডাউনের আওতায় চলে যাবে।  আজ রাত ১২টা থেকে আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত লক ডাউন ঘোষণা করে।  এটি কারফিউয়ে…


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় সমস্ত ভারত বাসির উদ্দেশ্যে এক বিবৃতি দি
বলেন,  আজ থেকে ভারত বর্ষের সমস্ত জনগণ লকডাউনের আওতায় চলে যাবে।  আজ রাত ১২টা থেকে আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত লক ডাউন ঘোষণা করে।  এটি কারফিউয়ের একটি উপায় । মোদী জাতির উদ্দেশ্যে প্রার্থনা করে বলেন, “ ভারতের সব লোকদের অবশ্যই সেখানে থাকতে হবে যেখানে তারা এখন রয়েছে।  কোথাও নড়বেন না। ”

  এই বিশ্বের প্রতিটি দেশ তাদের পুনরায় স্বাভাবিক করার চেষ্টা করছে তবে এমন ভাবে ছড়িয়েছে কেউ তা করতে পারছি না।  এই রোগটি ছড়িয়ে পড়ছে যা অকল্পনীয়।  বিশেষজ্ঞরা সবসময় বলে থাকেন যে আমাদের সামাজিক দূরত্ব করা উচিত।  আমাদের নিজের ঘরে বসে থাকতে হবে।  আমরা কেবল এইভাবে চেইনটি ভাঙ্গতে পারি।  প্রত্যেক দেশবাসীকে এই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।  কিছু লোক খুব বেশি দায়িত্বজ্ঞানহীন।  এই করোনা ভাইরাসটি খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে মানুষ থেকে মানুষের মধ্যে। প্রথম ৬৫দিন এক লাখ ছিল, পরে ১১দিনেবন এখন ৪দিন এক লাখ লোক আক্রান্ত হচ্ছে।   এটি কীভাবে ছড়িয়ে দেওয়া যায় তার কারও ধারণা নেই সাধারণ মানুষের মধ্যে। তিনি হাত জড়ো করে দেশবাসীর কাছে আবেদন করেন আপনারা বাড়িতে থাকুন।প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না। ডাক্তার, নার্স, সংবাদ মাধ্যম, পুলিশ যারা সব রকম সমাজের কাজের সঙ্গে যুক্ত তারা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছে! শুধু আপনারা বাড়িতে থাকুন।







  ©