সাপ্তাহিক প্রতিযোগিতা
পর্ব~০২
বিষয়~কবিতা
১৭-৩-২০২০
•শূন্যবিজ্ঞান•
অজয় কুমার দত্ত
পরিযায়ী পাখির মতো দিন আসে দিন যায়
সারাদিনের রোজনামচা খাতায় লিখে রাখি~
কাজের শেষে হিসেব মেলাই সংখ্যাতত্ত্ব মেনে
জীবন জুয়ায় লাভ যেটুকু সম পরি…
সাপ্তাহিক প্রতিযোগিতা
পর্ব~০২
বিষয়~কবিতা
১৭-৩-২০২০
•শূন্যবিজ্ঞান•
অজয় কুমার দত্ত
পরিযায়ী পাখির মতো দিন আসে দিন যায়
সারাদিনের রোজনামচা খাতায় লিখে রাখি~
কাজের শেষে হিসেব মেলাই সংখ্যাতত্ত্ব মেনে
জীবন জুয়ায় লাভ যেটুকু সম পরিমাণ ফাঁকি!
আকাশ থেকে পাতালটাকে বিয়োগ করি যদি
কিংবা করি উল্টো বিয়োগ পাতাল থেকে আশমান
উত্তরেতে অবাক দেখি আপন খেয়াল খুশিতে
মনসায়রে এলোমেলো হয়ে শূন্যেরা সব ভাসমান।
যোগ অঙ্কও একই রকম চমকপ্রদ ফাটকা খেলে
এক প্রেমিকের মনের সাথে ভালোবাসার মন
শূন্য আসে যুক্ত হলে ইচ্ছে বা অনিচ্ছেয়
গুণভাগেও অন্যকিছু আসেই না কোনক্ষণ।
কি এর কারণ ভেবে ভেবে হঠাৎ পড়ে মনে
যদিও এ এক গোলকধাঁধা~উৎকর্ষে অনন্য !
চাঁদের কিংবা সূর্যের বা অন্য গ্রহের মতো
পৃথিবীটা নিজেই আসলে মস্তবড় শূন্য !!
©অজয়