Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রাকৃতিক দুর্যোগ জনিত কারনে ক্ষতি পুরন নিয়ে যুগান্তকারী রায় ঘোষনা জলপাইগুড়ি ক্রেতা সুরক্ষা আদালতের

প্রাকৃতিক দুর্যোগ জনিত কারনে ক্ষতি পুরন নিয়ে যুগান্তকারী রায় ঘোষনা জলপাইগুড়ি ক্রেতা সুরক্ষা আদালতের। 
ক্রেতা  সুরক্ষা আদালতে মামলা করে হারিয়ে যাওয়া গাড়ির পুরো টাকা ক্ষতিপূরন পেলেন কালিম্পং এর বাসিন্দা কুমার ছেত্রী।
কালিম্পং জেলা…


প্রাকৃতিক দুর্যোগ জনিত কারনে ক্ষতি পুরন নিয়ে যুগান্তকারী রায় ঘোষনা জলপাইগুড়ি ক্রেতা সুরক্ষা আদালতের। 

ক্রেতা  সুরক্ষা আদালতে মামলা করে হারিয়ে যাওয়া গাড়ির পুরো টাকা ক্ষতিপূরন পেলেন কালিম্পং এর বাসিন্দা কুমার ছেত্রী।

কালিম্পং জেলার বাসিন্দা কুমার কুমার ছেত্রী গত ২৬/৭/২০১৪ তারিখে নিজের মারুতি ইকো গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। 

ঐ সময় প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিলো। পথে কালিম্পং জেলার রম্ভি ঝোড়া থেকে প্রচুর পরিমানে জল আচমকাই নেমে এসে গাড়ি সমেত কুমার ছেত্রী কে তিস্তা নদীতে ভাসিয়ে নিয়ে যায়। 

নদীতে পড়ে কোনরকম ভাবে তিনি প্রানে বেচে বাড়ি ফেরেন। কিন্তু গাড়ির হদিশ না পাওয়ায় পরদিন তিনি কালিম্পং জেলার রিয়াং আউট পোষ্টে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করে এবং পরে ঘটনা সত্য এই মর্মে রিপোর্ট দেয়। 

অভিযোগ এরপর তিনি তার গাড়ির ইন্সুইরেন্স কোম্পানিতে ( চোলা মন্ডলম এম এস জেনারেল ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেড) ক্ষতি পুরন দাবী করলে প্রাকৃতিক কারনের জন্য তার গাড়ি হারিয়ে গেছে তাই তারা ক্লেইম দেবে না বলে জানায় বলে অভিযোগ। এরপর কুমার বাবু গত ২৮/১২/২০১৮ তে জলপাইগুড়ি ক্রেতা সুরক্ষা আদালতে মামলা দায়ের করেন। 

বৃহস্পতিবার জলপাইগুড়ি ক্রেতা সুরক্ষা আদালতের বিচারক সৈয়দ নুরুল হোসেন, অশোক কান্তি সরকার ও অরুন্ধতী রায় এই তিন বিচারপতি মিলে গাড়ির  দাম হিসেবে ২২৯৬৩১/- ক্ষতিপূরন হিসেবে ইন্সুইরেন্স কোম্পানিকে দেবার নির্দেশ দেয়। এবং একই সাথে অনাদায়ে ৩০ দিন পর থেকে প্রতিদিন ৫০০/- টাকা করে শাস্তি মূলক ক্ষতিপূরন দেবার নির্দেশ দেয় বলে জানান বিচারক অশোক কান্তি সরকার। 

ঘটনায় ইন্সুইরেন্স কোম্পানির আইনজীবী অভিজিৎ রায় চৌধুরী টেলিফোনে জানান রায়ের কথা শুনেছি এবং  বিষয় টি কোম্পানি তে জানিয়েছি। কোম্পানি যা সিদ্ধান্ত নেবার নেবে।