Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আতঙ্ককে না সচেতনতাকে হ্যাঁ: নরেন্দ্র মোদী

করোনা ভাইরাস আতঙ্কে সারা বিশ্বে জুড়ে ভারতেও সেই আতঙ্ক ছড়িয়েছে। এখনো পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা 74 জন। একজন মারা গিয়েছেন। যা র ফলে আতঙ্ক আরো বেশি ঘনীভূত হয়েছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে বার্তা দিয…


করোনা ভাইরাস আতঙ্কে সারা বিশ্বে জুড়ে ভারতেও সেই আতঙ্ক ছড়িয়েছে। এখনো পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা 74 জন। একজন মারা গিয়েছেন। যা র ফলে আতঙ্ক আরো বেশি ঘনীভূত হয়েছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে বার্তা দিয়েছেন আতঙ্কিত না হওয়ার জন্য। তিনি লিখেছেন আতঙ্ককে না সচেতনতা কি হ্যাঁ বলতে হবে। তিনি আরো লিখেছেন, আগামী কয়েকদিন কেন্দ্রীয় মন্ত্রীরা বিদেশযাত্রা করবেন না প্রয়োজন ছাড়া। সংক্রমণ এড়াতে বড় কোন জমায়েত করবেন না। এছাড়াও তার বার্তা করোনাভাইরাস পরিস্থিতির উপর সরকার নজর রেখেছে রাজ্যগুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য এর আগেও করোনাভাইরাস এড়াতে প্রধানমন্ত্রী করমর্দনের বদলে নমস্তে বলার অভ্যাস করতে বলেছিলেন। হোলিতে সমস্ত রকম প্রোগ্রাম বাতিল করে দিয়েছিলেন।