Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রুদ্র আচার্য এর কবিতা গুচ্ছ

কেউ জানে না "
 ✒  রু দ্র  আ চা র্য্য ( বাংলাদেশ)

আমি কেমন আছি,-
কি নিয়ে বাঁচি,
কেউ জানে না।।
রাত্রে  ঘুমোই কি না,
সূর্যোদয় দেখি কি না
কেউ বলে না।।

অসভ্য হয়ে অপ্রাপ্তি নিয়ে
চৈত্রের নদী কেমন করে,
এলাম বেয়ে - কেউ জানে না।
গৃহ…


কেউ জানে না "
 ✒  রু দ্র  আ চা র্য্য ( বাংলাদেশ)

আমি কেমন আছি,-
কি নিয়ে বাঁচি,
কেউ জানে না।।
রাত্রে  ঘুমোই কি না,
সূর্যোদয় দেখি কি না
কেউ বলে না।।

অসভ্য হয়ে অপ্রাপ্তি নিয়ে
চৈত্রের নদী কেমন করে,
এলাম বেয়ে - কেউ জানে না।
গৃহ ছেড়ে  দূরে গেলে -
ডাগর আঁখি কেউ মুছে না । 
ভাল থেকো, মনে রেখ
আবার এসো - কেউ বলে না ।।   
লাল চোখেতে  বেদন গুলো
কেউ খোঁজে না, কেউ বোঝে না  ।
   রক্ত খনন যার তরে তে
তারে কে, কেউ দোষে না।
       বাহির  থেকে  ঘরে এলে
আঁড়াল  থেকে কেউ দেখে না ।
বহুকাল  পরে এলে,
বড্ড শুকিয়ে গেছো-
কেউ বলে না , কেউ বলে না । 
ক্লান্ত দেহে বৃষ্টি এলে,
আঁচলেতে কেউ মুছে না।
জুড়াও আমার হাত পাখাতে
কেউ যাচে না  , কেউ যাচে না ।
কেমন আছি
কি নিয়ে বাঁচি।
কেউ জানে না, কেউ  জানে না ।।
.................

শব্দে ক্ষত"
           —রুদ্র আচার্য্য
আমায় কেউ বোঝে না।
কেন, বোঝেনা ?
কেন খোঁজে না, হৃদয়ের ক্ষত,
লুকায়িত  গহীনে শব্দ  কত
কেন আমি নীল
বেদন নেপথ্য।
প্রাপ্তি গুলো দংশন করে
 প্লাবিত হয় অবিরত,
কাছের মানুষ, দূরের মানুষ
ভর্ৎসনা করে করুনার মতো।
কেউ তো বোঝে না,
হৃদ গহীনে,শব্দ ক্ষত।