Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লক ডাউনে কি কি খোলা, কি কি বন্ধ থাকবে

করোনাভাইরাস এ সংক্রমণে শৃঙ্খলা ভাঙতে আগামী 21 দিন লকডাউন ঘোষণা করা হয়েছে গোটা ভারত জুড়ে ।চব্বিশে মার্চ থেকে চোদ্দই এপ্রিল তিন সপ্তাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতবাসীকে বাড়িতে থাকার আবেদন জানিয়েছেন । বলেছেন খুব জরুরী প্রয…


করোনাভাইরাস এ সংক্রমণে শৃঙ্খলা ভাঙতে আগামী 21 দিন লকডাউন ঘোষণা করা হয়েছে গোটা ভারত জুড়ে ।চব্বিশে মার্চ থেকে চোদ্দই এপ্রিল তিন সপ্তাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতবাসীকে বাড়িতে থাকার আবেদন জানিয়েছেন । বলেছেন খুব জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাড়ি চৌ কাট পেরোবেন না। লক্ষণ রেখার মত তিনি দাড়ি কেটে দিয়েছেন।
প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত খুবই সময়োচিত এবং বাস্তব। কিন্তু সাধারণের মনে প্রশ্ন দেখা দিয়েছে যে কিভাবে দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র পাওয়া যাবে। এই বিষয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস দিয়ে বলেছেন বিভিন্ন পণ্য দোকান মুদির দোকান নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের জরুরী দোকান খোলা থাকবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এক নির্দিষ্ট নির্দেশ বলি তথা নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।
 তাতে বলা হয়েছে মুদির দোকান রেশন দোকান শাকসবজি মাছ মাংসের দোকান খোলা থাকবে। তাছাড়া সমস্ত পঞ্চায়েত এবং পৌরসভা গুলিকে বলা হয়েছে যতটা সম্ভব হোম-ডেলিভারী ব্যবস্থা করার জন্য তাতে মানুষজন বাড়ি থেকে বেরোতে হবে না।
২.ব্যাংক-বীমা এটিএম খোলা থাকবে
৩.প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া দপ্তর খোলা থাকবে
৪.টেলিকম যোগাযোগ ইন্টারনেট পরিষেবা এবং তথ্য ৫.প্রযুক্তি সহায়ক পরিষেবা খোলা থাকবে।
৬.খাবার ওষুধ মেডিকেল  ইকুই প মেন্টের ই-কমার্স পরিষেবা খোলাথাকবে
৭.পেট্রোল পাম্প রান্নার গ্যাসের এজেন্সি খোলা থাকবে
৮.বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র খোলা থাকবে এবং চালু থাকবে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা
৯.হিমঘর খোলা থাকবে
১০.প্রাইভেট সিকিউরিটি সার্ভিস অব্যাহত থাকবে।

কি কি বন্ধ থাকবে
১.সরকারি আধা সরকারি বেসরকারি স্বশাসিত প্রতিষ্ঠান বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে
২.সিনেমা হল শপিংমল বন্ধ থাকবে
৩.ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য উৎপাদন ছাড়া সমস্ত শিল্প বন্ধ থাকবে
৪.রেল সড়ক আকাশপথে এবং এলোপতি সমস্ত রকম গণপরিবহন বন্ধ থাকবে। একমাত্র অত্যাবশ্যকীয় পণ্য পরিবহন এবং জরুরী পরিষেবা পরিবহন চালু
৫.সমস্ত রকম স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান গবেষণা
৬.হোটেল লজ সমস্ত বন্ধ থাকবে কেবল মাত্র যেখানে ৭.লোকজনের জন্য মানুষ আশ্রয় নিয়েছে তা খোলা থাকবে।
৮.মৃতদেহ সৎকারের সময় দুজনের বেশি মানুষ থাকবে না
৯.বন্ধ থাকবে সব রকম  ধর্মীয় স্থান