#সাপ্তাহিক_সেরা_প্রতিযোগিতা-০২
#বিষয়-'#উন্মুক্ত'
#কবিতা-"#আমি_একটি_কলম_হতে_চাই"
#কলমে-রনিতা মল্লিক
#তারিখ-১৮/০৩/২০
আমি একটি কলম হতে চাই......
শুধু একটি কলম।
আমার শরীরের কালি দিয়ে জন্ম দেবো হাজারো তেজি অক্ষর…
#সাপ্তাহিক_সেরা_প্রতিযোগিতা-০২
#বিষয়-'#উন্মুক্ত'
#কবিতা-"#আমি_একটি_কলম_হতে_চাই"
#কলমে-রনিতা মল্লিক
#তারিখ-১৮/০৩/২০
আমি একটি কলম হতে চাই......
শুধু একটি কলম।
আমার শরীরের কালি দিয়ে জন্ম দেবো হাজারো তেজি অক্ষর ভ্রূণের।
এক একটি অক্ষরে তৈরি হবে শব্দ।
প্রতিবাদের শব্দ, জয়ের শব্দ,বাঁচার শব্দ।
আর আমাকে সাহায্য করবে তোমরা-
হ্যাঁ হ্যাঁ তোমরা।
প্রয়োজনে আমার শরীরের সমস্ত কালিই আমি দিয়ে দেবো।
সেই কালি জাত অক্ষর শিখা জ্বালিয়ে দেবে তোমরাই-
না, চিন্তা করোনা,
আমি পুড়বো না।
পুড়বে আমার অসহায়তা, আমার প্রতি করুণা, লাঞ্ছনা-
আর পুড়বে অত্যাচারী কামুক দৃষ্টিরা।
এভাবেই আমার শরীরের সমস্ত কালিই -
একদিন বাক্য হয়ে উঠবে।
যে বাক্যকে আর লজ্জা ছুঁতে পারবে না,
ছুঁয়ে থাকবে সর্বদা স্বাধীনতা-
শুধু স্বাধীনতা.........।