গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে রবিবার কেশিয়াড়ী ব্লকের বহনা সেচ্ছা রক্তদাতা সমিতি আয়োজন করলো রক্তদান শিবির । এই শিবির সংগঠিত হয় স্থানীয় পারুলিয়া m.s.k স্কুলে। মেদিনীপুর ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির ব্যাবস্থাপনায় নয়াগ্রাম …
গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে রবিবার কেশিয়াড়ী ব্লকের বহনা সেচ্ছা রক্তদাতা সমিতি আয়োজন করলো রক্তদান শিবির । এই শিবির সংগঠিত হয় স্থানীয় পারুলিয়া m.s.k স্কুলে। মেদিনীপুর ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির ব্যাবস্থাপনায় নয়াগ্রাম মাল্টি সুপার হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় এদিন এলাকার প্রায় ৩০ জন রক্তদাতা রক্তদান করেন । রক্তদান জীবন দান এই স্লোগানকে সামনে রেখে একফোঁটা রক্তের বিনিময়ে মুমুস্য রোগীকে
মৃত্যুর হাত থেকে বাঁচতে এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তরা।