দীঘায় মৎস্যজীবীদের জালে এত করছিল শংকর মাছ এর আগে কখনো উঠেছে বলে মনে করতে পারছে না মৎস্যজীবীর। গভীর সমুদ্রে জাল টি টেনে তোলার সময় রীতিমতো হিমশিম খেতে হয় মৎস্যজীবীদের। অবশেষে মাছটি দীঘা মোহনার বাজারে আনা হয়। মাছটির ওজন ছিল প্র…
দীঘায় মৎস্যজীবীদের জালে এত করছিল শংকর মাছ এর আগে কখনো উঠেছে বলে মনে করতে পারছে না মৎস্যজীবীর। গভীর সমুদ্রে জাল টি টেনে তোলার সময় রীতিমতো হিমশিম খেতে হয় মৎস্যজীবীদের। অবশেষে মাছটি দীঘা মোহনার বাজারে আনা হয়। মাছটির ওজন ছিল প্রায় ৯০০ কেজি। মাছটি এদিন নিলামে বিক্রি করা হয়। মৎস্যজীবীরা জানিয়েছেন চিল শংকর মাছ সাধারণত বাজারে খাবারের জন্য বিক্রি হয়। এত বড় মাছ বাজারে আনা হলে আগাম খবর পেয়ে ব্যাপক উৎসাহ দেখা দেয় এলাকায়। রবিবার কাঁথির শৌলায় আল আমিন-৩ নামে ট্রলারের মৎস্যজীবীদের জালেই বিশালাকার মাছটি ধরা পড়ে। এই ট্রলারের মালিক কাঁথির বাসিন্দা জাহিরুল বিবি।
সোমবার মাছটিকে দীঘা মোহনায় বিক্রি করা হয়।১৮৫০০/-টাকায় মাছটি কিনে নিয়েছেন রবীন্দ্রনাথ নামে এক স্থানীয় ব্যবসায়ী। ভারতের বাজারের পাশাপাশি বিদেশের বাজারেও এই মাছের চাহিদা রয়েছে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা।