Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

২১৭ বছরের প্রাচীন নন্দীগ্রামের জানকীনাথ মন্দিরে রামনবমীর পুজো

করোনা নিয়ে সতর্কতার জেরে নম নম করে চলছে ২১৭ বছরের প্রাচীন নন্দীগ্রামের জানকীনাথ মন্দিরে রামনবমীর পুজো। মহিষাদল রাজ পরিবারের তদানিন্তন রানি জানকি দেবী ১৮০৩ সালে এই মন্দির প্রতিষ্ঠা করেন। রাজ পরিবারের এই মন্দীর হলেও কয়েকবছর আগে সং…


করোনা নিয়ে সতর্কতার জেরে নম নম করে চলছে ২১৭ বছরের প্রাচীন নন্দীগ্রামের জানকীনাথ মন্দিরে রামনবমীর পুজো। মহিষাদল রাজ পরিবারের তদানিন্তন রানি জানকি দেবী ১৮০৩ সালে এই মন্দির প্রতিষ্ঠা করেন। রাজ পরিবারের এই মন্দীর হলেও কয়েকবছর আগে সংস্কারের পর থেকে স্থানীয় বাসিন্দাদের নিয়ে কমিটি তৈরী করা হয়,তারাই এখন এই রাম নবমির পুজো করে আসছে। মন্দির কমিটির অন্যতম সদস্য বিবেকানন্দ মন্ডল বলেন, গত বছর পর্যন্ত্য আজকের দিনে জন সমাগমে গমগম করতো গোটা এলাকা। পুজোপাঠ থেকে অঞ্জলি, এমকি ভোগের ব্যাবস্থাও করা হতো কয়েকহাজার ভক্তর জন্য কিন্তু এই বছর করোনা নিয়ে সতর্কতার জেরে শুধুমাত্র নম নম করে পুজো চলছে। মাননীয় মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ও আনাদের নির্দেশ নিয়েছেন নিয়মরক্ষার্থে শুধুমাত্র পুজো করতে। তাই আমরা কোনো জমায়েত করতে দিইনি। আগামী বছর আশাকরি সব পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, তখন জাঁকজমক করে পুজো হবে।