তমলুক ডিভিশনের বিদ্যুৎ আধিকারিকদের সাহায্যে।
জরুরী পরিষেবার সাথে যুক্ত এবার তমলুকের বিদ্যুৎ দপ্তরে আধিকারিক ও স্থায়ী কর্মীরা মানবিকতার নজির গড়লো। এই লকডাউনের সময় পাঁচশো অস্থায়ী বিদ্যুৎ শ্রমিকের পাশে দাঁড়ালো। বিদ্যুৎ দপ্ত…
তমলুক ডিভিশনের বিদ্যুৎ আধিকারিকদের সাহায্যে।
জরুরী পরিষেবার সাথে যুক্ত এবার তমলুকের বিদ্যুৎ দপ্তরে আধিকারিক ও স্থায়ী কর্মীরা মানবিকতার নজির গড়লো। এই লকডাউনের সময় পাঁচশো অস্থায়ী বিদ্যুৎ শ্রমিকের পাশে দাঁড়ালো। বিদ্যুৎ দপ্তরের তমলুক ডিভিশনের আধিকারিক ও অফিসারগণ,বিদ্যুৎ কর্মী সংগঠন এবং ঠিকাদার অ্যাসোসিয়েশনের উদ্যোগে পাঁচশো অস্থায়ী বিদ্যুৎ শ্রমিকদের চাল, ডাল, তেল, সাবান ও স্যানিটাইজার দিয়ে সাহায্য করা হলো। এই উপলক্ষে এক অনুষ্ঠানে তমলুকে বিদ্যুৎ দপ্তরের তমলুক ডিভিশনাল ম্যানেজার প্রদীপ সামন্ত,কোলাঘাট বিদ্যুৎ দপ্তরে আধিকারিক সন্দীপ ঘোষাল, রাজ্য বিদ্যুৎ কর্মী সংগঠনের রাজ্য সম্পাদক অনুপম ভৌমিক উপস্থিত ছিলেন। বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সন্দীপ বাবু বলেন,তমলুক ডিভিশন এর অধীন নয়টি ইলেকট্রিক সাপ্লাই অফিস ও এগারো টি সাব স্টেশনে কর্মরত ঠিকাশ্রমিক,ড্রাইভার,হেলপার,পিয়ন ও সাফাই কর্মীদের এই সাহায্য করা হয়।অনুপম বাবু বলেন,আগামী দিনে অস্থায়ী বিদ্যুৎ শ্রমিকদের পাশে দাঁড়াবে তমলুকের বিদ্যুৎ দপ্তর। অস্থায়ী শ্রমিকরা এই সাহায্য পেয়ে ভীষণ খুশি।করোনা ভাইরাসকে উপেক্ষা করে এই লকডাউন পর্বে কোথাও বিদ্যুৎ দপ্তরে ফল্ট দেখা দিলে তৎক্ষণাৎ তারা ঘটনাস্থলে পৌঁছে মেরামতি কাজে সাহায্য করছে প্রতিনিয়ত। লকডাউন এর কারণে কাজের চাপ থাকার ফলে বাজার বা কেনাকাটা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে এসব অস্থায়ী কর্মীদের। তাই বিদ্যুৎ দপ্তরের আধিকারিক, ঠিকাদার এবং স্থায়ী কর্মীরা সিদ্ধান্ত নেয় অস্থায়ী কর্মীদের পাশে দাঁড়ানোর।