মেদিনীপুরে ঢুকে পড়ল করোনা ভাইরাস। করোনা ভাইরাস পজেটিভ 69 বছরের এক বৃদ্ধ ভুবনেশ্বরে এক হাসপাতালে ভর্তি।
জানা যায়, গলব্লাডার এ স্টোনের সমস্যা নিয়ে পশ্চিম মেদিনীপুরে দাঁতনের এক বৃদ্ধ এক বেসরকারি নার্সিং হোমে ভর্তি হন। সেখানে কিছ…
মেদিনীপুরে ঢুকে পড়ল করোনা ভাইরাস। করোনা ভাইরাস পজেটিভ 69 বছরের এক বৃদ্ধ ভুবনেশ্বরে এক হাসপাতালে ভর্তি।
জানা যায়, গলব্লাডার এ স্টোনের সমস্যা নিয়ে পশ্চিম মেদিনীপুরে দাঁতনের এক বৃদ্ধ এক বেসরকারি নার্সিং হোমে ভর্তি হন। সেখানে কিছু শারীরিক সমস্যা হচ্ছিল,পরে তার আত্মীয় স্বজন বৃদ্ধকে উচ্চ চিকিৎসার জন্য উড়িষ্যার ভুবনেশ্বরে স্থানান্তরিত করে।
সেখানেই পরীক্ষা করে ধরাপড়ে কোভিড ১৯ পজেটিভ ।তারপরেইসোরগোল পড়ে যায় জেলার এই বেসরকারি নার্সিংহোমকে নিয়ে।ট্রেস করা হয় নার্সিংহোমের স্বাস্থ্য কর্মীদের। সাথে পাঠানো হয় জেলার কোয়রেন্টাইন সেন্টারে।নমুনা সংগ্রহের কাজ চলছে।পাঠানো হবে স্যাম্পল। তারপরই তাদের বোঝা যাবে তারা করোনা পজিটিভ কি না।
ইতিমধ্যে তার পরিবারে, জামাইয়ের পরিবার, বাড়ির কাজের লোক ও স্থানীয় চিকিৎসা করা হাতুড়ে ডাক্তার এবং সাত এপ্রিল মে অ্যাম্বুলেন্সে করে উড়িষ্যা গিয়েছিলেন সেই আম্বুলান্স এ ড্রাইভারকে ও কোয়ারেন্টাইন এ রাখার ব্যবস্থা করেছে পুলিশ।
সূত্রের খবর ওই নার্সিংহোমে 65 জন স্টাফকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ওই বেসরকারি নার্সিং হোম সিল করে দেওয়া হয়েছে।