Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকার দৈনিক সম্মাননা

কবিতা -তুমি আসবে বলে
কলমে- শংকরী সাহা
তারিখঃ ২৯/০৪/২০২০

দিগন্ত  আজ লাল হয়েছে রক্তিম  সূর্যের আভায়,
সিঁদুর  রঙে কৃষ্ণচূড়া রং ছড়িয়ে  দিলো  দিক দিগন্তে,
তুমি আসবে বলে।

তুমি আসবে বলে আকাশ ভরেছে জ্যোৎস্নায়,
চাঁদের আলোয় স্নিন্ধ মায়ায় …


কবিতা -তুমি আসবে বলে
কলমে- শংকরী সাহা
তারিখঃ ২৯/০৪/২০২০

দিগন্ত  আজ লাল হয়েছে রক্তিম  সূর্যের আভায়,
সিঁদুর  রঙে কৃষ্ণচূড়া রং ছড়িয়ে  দিলো  দিক দিগন্তে,
তুমি আসবে বলে।

তুমি আসবে বলে আকাশ ভরেছে জ্যোৎস্নায়,
চাঁদের আলোয় স্নিন্ধ মায়ায় ভরেছে নীলিমায়,
হাজার তারার আলো ছড়িয়ে পড়ছে পৃথিবীর  বুকে,
তুমি আসবে বলে।

তুমি আসবে বলে মেঘে মেঘে ছেয়েছে আকাশ,
মেঘ সরিয়ে রংধনু উঠে  নীল নীলিমায়,
রংধনু করে খেলা আকাশের নীলে,
তুমি আসবে বলে।

ভোরের কুয়াশা যাবে সরে,
তুমি আসবে বলে,
ভোরের কিরণে আলোকিত হবে এ প্রভাত,
শীতল  ছায়া যাবে ছেয়ে নীরব ভোরে,
তুমি আসবে বলে।

গাছের সবুজ পাতা ভিজেছে শিশিরে শিশিরে,
শিউলি  ঝরে পরে গাছের তলে,
ফুলের সৌরভ ছড়িয়ে পরে চারিদিকে,
তুমি আসবে বলে।

শিউলি ঝরা পথে  তুমি আসবে হেঁটে,
পথের কাঁটা  যাবে সরে,
শিশিরের ফোঁটা  লেগে আছে সবুজ ঘাসে,
সূর্যমুখী ফুল ফুটলো হেসে,
তুমি আসবে বলে।

সূর্যমামা উঠলো হেসে পূর্ব দিগন্তে,
গাছে গাছে ফুল ফুটেছে  কতো না রং বেরঙে
তুমি আসবে বলে।

সূর্যের  আলো  করে ঝলমল,
নদীর জল করে টলমল,
তুমি আসবে বলে

ভোরের পাখি গায় গান মধুর  সুরে,
বউ কথা কও পাখি কয় কথা  আপন করে
ওই ভরা ধানের ক্ষেত আর শস্য ফুলের মাঠে,
সারা পরে গেছে তুমি আসবে বলে।

লাউ গাছের লতা যায় বেয়ে বেয়ে,
বট বৃক্ষের ছায়ায় লাগে শীতল  ছায়া,
বকুল ফুল ঝরে পরে গাছের নীচে,
তুমি আসবে বলে।

আকাশ আজ মেঘলা,
তুমি আসবে বলে,
নদীতে  জোয়ার এলো,
মনে এলো  খুসীর বান,
চারি দিকে লাগছে বেশ ভালো,
তুমি আসবে বলে।

রচনাকাল
২২/৮/১৮