বিভাগ - কবিতা
শিরোনাম - হওনা হতাশ
নূপুর আঢ্য
২৯/০৪/২০২০
গরল মুক্ত হবে বসুন্ধরা উঠবে সবিতা,
থাকবে অটুট আগের মতোই মানব সভ্যতা।
চলবে এগিয়ে আপন ছন্দে আগের মতো,
হবে জয় - ঝড় ঝঞ্ঝা হবে মুক্ত।
আলোয় আলোয় উঠবে ভোরে আবার চারিদিক,
ঘুচবে আঁ…
বিভাগ - কবিতা
শিরোনাম - হওনা হতাশ
নূপুর আঢ্য
২৯/০৪/২০২০
গরল মুক্ত হবে বসুন্ধরা উঠবে সবিতা,
থাকবে অটুট আগের মতোই মানব সভ্যতা।
চলবে এগিয়ে আপন ছন্দে আগের মতো,
হবে জয় - ঝড় ঝঞ্ঝা হবে মুক্ত।
আলোয় আলোয় উঠবে ভোরে আবার চারিদিক,
ঘুচবে আঁধার আসবে ফিরে আলোর ঝিলিক।
গাইবে গান মিষ্টি সুরে বিহগেরা হরষে,
উঠবে ভরে রঙিন ফুল ভরবে সুবাসে।
বিশুদ্ধ হাওয়ায় জুড়াবে প্রাণ সারাদিন সারাক্ষণ,
হওনা হতাশ যেওনা ভেঙে শক্ত করো মন।
মরার আগে যেওনা মরে থেকোনা পিছিয়ে,
উদ্দোমীরা কভু হারতে শিখেনা যায় এগিয়ে।
দৃঢ় হাতে লাগাম ধরো হও সংঘবদ্ধ,
আসবে জয় হাতের মুঠোয় হবে অপ্রতিরোধ্য।