নিমতৌড়ী হোমের মেয়েরা করোনা মোকাবিলায় সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে এল।।
পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ীতে ভারত সরকারের নারি শিশু উন্নয়ন মন্ত্রনালয়ের আর্থিক সহায়তায় মহিলাদের জন্য স্বধর গৃহহোম রয়েছে। এই হোমে রাজ্য, ভিন্ন রাজ্য…
পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ীতে ভারত সরকারের নারি শিশু উন্নয়ন মন্ত্রনালয়ের আর্থিক সহায়তায় মহিলাদের জন্য স্বধর গৃহহোম রয়েছে। এই হোমে রাজ্য, ভিন্ন রাজ্য ও ভিন্ন দেশের মোট 42 জন অসহায় মহিলা ও 2জন শিশু তাদের মায়ের সাথে আছে। সারা বছর ধরে তারা নানান কাজ শিখে স্ব-নির্ভর হয়ে বাড়ী যায়, যার বাড়ীর ঠিকানা পাওয়া যায়না সে স্ব-নির্ভর হয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়। পোশাক তৈরী, নার্সারির চারা তৈরী, মাসরুম চাষ, রান্নার পদ তৈরী জুটের নানা সৌখিন সামগ্রী তৈরী, ন্যাপকিন বানানো এসব উৎপাদন এবং বিপনন করে তারাই এগিয়ে এল এই কভিড -19 করোনা ভাইরাস মোকাবিলায়। সরকার ও স্বাস্থ্য দপ্তর মাস্ক বাধ্যতা মূলক করেছে তাই 1000 মাস্ক বানিয়ে আজ মাননীয় জেলা শাসকের মাধ্যমে মূখ্যমন্ত্রীর কাছে পাঠানোর জন্য জেলা শাসকের হাতে তুলে দিল। এই মাস্কগুলো গত 7 দিন ধরে 8 জন আবাসিক বানিয়েছে। শুধু তাই নয় আরো 1000 মাস্ক বিভিন্ন ভাবে বিলি করা হয়েছে। মর্জিনা, মারিয়া, সন্ধ্যা, সয়তা, পূর্নিমা, মিঠু মাইতিরা এই কাজে যুক্ত ছিল। হোমের পক্ষ থেকে অমিতা খাঁড়া, সুমৌ মান্না, মহুয়া মাকড় জেলা শাসকের হাতে তুলে দেন। করোনা যুদ্ধে জয়ী হতে এই রূপ ক্ষুদ্র প্রয়াস ও স্বাস্থ্য সচেতনতাই একমাত্র হাতিয়ার। জয় হবেই হবে।